আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

সৈয়দপুরে রেশম চাষে ওপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

রবিবার, ২৬ মে ২০১৯, বিকাল ০৭:৩৭

স্টাফ রিপোর্টার নীলফামারী ২৬ মে॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রেশম চাষে সম্পৃক্ত আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের পাঁচ দিনব্যাপী ‘সিল্ক প্রডাকশন ডেভলপমেন্ট প্রশিক্ষণ’ শুরু হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসন, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক যৌথভাবে ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। আজ রবিবার (২৬ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মিজানুর রহমান, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সৈয়দপুর রেশম সম্প্রসারণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. রেজাউল করিম প্রমূখ। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন। এতে মোট ২৫ জন নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছেন। আগামী ৩০ মে সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হবে।

মন্তব্য করুন


 

Link copied