আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

নীলফামারীতে মানসম্মত আবাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

মঙ্গলবার, ২৮ মে ২০১৯, রাত ১০:৩৯

স্টাফ রিপোর্টার নীলফামারী ২৮ মে॥ নীলফামারীতে মানসম্মত ও পরিবেশ বান্ধব আবাসনের দাবিতে মানববন্ধন করেছে হরিজন ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাসফোরের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মাসুদ বাসফোর, সাংগঠনিক সম্পাদক জীবন বাসফোর, ক্রীড়া সম্পাদক মানিক বাসফোর, সহসাধারণ সম্পাদক নয়ন বাসফোর, বাসফোর উন্নয়ন কমিটির সভাপতি বীরমল বাসফোর, সদস্য বিক্রম বাসফোর প্রমুখ। বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মানসম্মত পরিবেশ বান্ধব আবাসনের দাবিটি দীর্ঘদিনের। সে দাবির প্রেক্ষিতে জেলা শহরের হাড়োয়া গ্রামে ৮৬ পরিবারের আবাসন গড়ে তোলার পরিকল্পনা গ্রহন করে জেলা প্রশাসন। ওই আবাসনের পরিকল্পনায় রয়েছে মানসম্মত পরিবেশবান্ধব বিল্ডিংবাড়ি, ধর্মীয় উপাসনালয়, কমিউনিটি সেন্টার, সংগঠনের অফিসঘর, একটি পুকুরসহ এলাকাটি বাউ-ারী ওয়াল দিয়ে ঘেরা। এসবের মধ্যে সকল সুবিধা বাদ দিয়ে শুধুমাত্র টিনসেড আধাপাকা ঘর নির্মানের মাধ্যমে ওই আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। যাহা পরিবেশ বান্ধব এবং মানসম্মত নয়। সুবিধাবঞ্চিত এসব মানুষের জন্য পূর্বের পরিকল্পণা মোতাবেক মানসম্মত পরিবেশবান্ধন আবাসন নির্মানের দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। জেলা প্রশাসক নাজিয়া শিরিন স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ওই প্রকল্প আমার এখানে যোগদানের আগে নেয়া। এখন আমরা তাদের বিষয়গুলো স্থানীয় সংসদ সদস্যসহ সকলে মিলে পর্যালোচনা করে দেখবো। কিভাবে করলে ভালো হবে সে বিষয়ে ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন


 

Link copied