Templates by BIGtheme NET
আজ- মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ :: ৭ কার্তিক ১৪২৬ :: সময়- ৭ : ২৪ অপরাহ্ন
Home / রাজশাহী / রাজশাহীর কখন কোথায় ঈদের জামাত

রাজশাহীর কখন কোথায় ঈদের জামাত

রাজশাহী: রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। জামাতে এবারও ইমামতি করবেন হযরত শাহ মখদুম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদাৎ আলী।

বৈরী আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় অফিস ও মহানগরীর শাহ মখদুম দরগা ট্রাস্ট এসব তথ্য জানিয়েছে।

রাজশাহী মহানগরীতে প্রধান ঈদগাহ ছাড়াও ২৫টি ঈদগাহ প্রস্তুত করেছে। এসব ঈদগাহের বেশিরভাগেই সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা-উপজেলা পর্যায়েও ও সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদ জামাত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী শাহ মখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীতে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় মহানগরীর নওদাপাড়া আমচত্বর আহলে হাদিস মাঠে। এরপর সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় যেসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেগুলো- মহানগরীর সাহেব বাজার বড় রাস্তা, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্বপাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদ।

সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে- বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদারপাড়া ঈদগাহ।

সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঁঠালবাড়ীয়া ঈদগাহ, আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্টস্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে জেলার বাঘায় ঐতিহাসিক শাহী মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জেলার মোহনপুর ঈদগাহ মাঠে সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বাগমারা, তানোর, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট, পবা ও গোদাগাড়ীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া বিরাজ করলে এক্ষেত্রে স্থানীয় মসজিদসমূহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful