আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

লালমনিরহাটে লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে নিহত-৩, আহত-১০

বুধবার, ৫ জুন ২০১৯, দুপুর ১১:১২

 লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কুড়িগ্রামগামী একটি লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে স্মৃতিসৌধের ওয়ালে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছে। এ সময় আরো ১০ যাত্রী গুরুতর আহত হয়। লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়।। বুধবার (৫ জুন) সকাল ৮টায় দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বলে ধারনা করছেন স্থানীয় লোকজন। নিহতদেও প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানা গেছে। আলেফ নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে কুড়িগামে আসার জন্য ১৫জন যাত্রী একটি লেগুনা রিজার্ভ করে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে ওই দ্রæতগতির লেগুনাটি লালমনিরহাটে আসলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে এসে নিয়ন্ত্রন হারিয়ে ওয়ালে ধাক্কা লাগে। এ সময় ঘটনা স্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়। আহত হয় আরো ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, দুর্ঘটনা পর পরই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied