আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

রংপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ক বেতার সংলাপ

সোমবার, ১৭ জুন ২০১৯, রাত ১০:৪৫

মমিনুল ইসলাম রিপন: নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে বাল্য বিয়ে বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি। তিনি বলেছেন, ‘বাল্য বিয়ের শিকার অপ্রাপ্ত বয়স্ক নারীরাই গর্ভকালীন সময় থেকে মৃত্যু ঝুঁকিতে থাকেন। কেউ প্রসবের সময় নতুবা প্রসব পরবর্তীতে এ দুর্ঘটনার শিকার হন। তাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে বাল্য বিয়ে প্রতিরোধের বিকল্প নেই। কারণ আঠারো বছরের নিচে বিয়ে হওয়া অপ্রাপ্ত নারীদের গর্ভকালীন সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।’

সোমবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র আয়োজিত নিরাপদ মাতৃত্ব বিষয়ক বেতার সংলাপ অনুষ্ঠানে প্যানেল আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছিমা জামান ববি বলেন, ‘বর্তমান সরকার শিশু ও নারী উন্নয়নে যথেষ্ট সচেতন। নারীদের অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। এখন উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি গর্ভকালীন সময়ে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে এসেছে। পরিবার ও স্বামীর সচেতনতা, আন্তরিকতা এবং সহনশীলতা নিরাপদ মাতৃত্বের জন্য খুবই গুরুত্ব বহন করে। এজন্য সবাইকে মাতৃত্বকালীন সেবা ও পরিবর্তি করণীয় সম্পর্কে জানতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পরিচালক ড. হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবি শংকর মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম নাজমুল হুদা।

আলোচকবৃন্দ ২০৩০ সালের মধ্যে এসডিজির উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে ‘নিরাপদ মাতৃত্ব’ নিশ্চিতকরণে স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতিসেবার গুরুত্ব তুলে ধরেন। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমে সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

সংলাপ অনুষ্ঠানে রংপুর মহানগর ও সদর এলাকার প্রায় দেড় শতাধিক কিশোর-কিশোরী, ও নারী-পুরুষ অংশগ্রহণ নেন। তারা নিরাপদ মাতৃত্ব ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য জানতে বিভিন্ন প্রশ্ন প্যানেল আলোচকদের কাছে তুলে ধরেন।

মন্তব্য করুন


 

Link copied