Templates by BIGtheme NET
আজ- সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ :: ১১ কার্তিক ১৪২৭ :: সময়- ১ : ৫৩ পুর্বাহ্ন
Home / রংপুর / রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মমিনুল ইসলাম রিপন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, রংপুরের জন্য আমরা অনেক বরাদ্ধ দিয়েছি। যে সব স্কুলের অবস্থা বেশি ভালো না সেসব স্কুলের তালিকা করছি। আমরা জুলাই থেকে সেসবের উন্নয়নে কাজ শুরু করবো।

শুক্রবার, ২৮ জুর রংপুরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি এসময় মহানগরীর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যে কোনো সঠিক তথ্য দিলে আমরা তৎক্ষনিক ব্যবস্থা নিবো। আমি এর আগে ডিজেএফআই ও এনএসআই’র রিপোর্ট নিয়ে দেখেছি কোনো প্রশ্ন ফাঁস হয়নি, সব গুজব। । বাংলাদেশে আর প্রশ্নফাঁস গুজব থাকবে না।’

এসময় তাঁর সাথে ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবির ও শরিফ মোহাম্মদ ফয়জুল কবির, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) শহিদুল­াহ কাওসার এবং রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ প্রমুখ।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful