স্টাফরিপোর্টার নীলফামারী ৬ জুলাই॥ নীলফামারীর ডোমার উপজেলা শহরের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া মহল্লার বাসিন্দা ৭১ এর স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম প্রামানিক(৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (৫ জুলাই) রাতে ডোমার উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার (৬ জুলাই) বাদ যোহর পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা,ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ও জেলা পুলিশের একটি চৌকস দলের নেতৃত্বে তার মরদেহকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।