আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা       হিলিতে কেজিতে ২০ টাকা কমল পেঁয়াজের দাম       ‘অবন্তিকা’ই যেন শেষ হয়... প্লিজ       রংপুরে দিনে গরম রাতে শীত, ভাইরাসজনিত জ্বর-সার্দির প্রকোপ বৃদ্ধি      

 width=
 

রাবিতে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, বিকাল ০৭:০৭

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে শিক্ষক নিয়োগের নীতিমালা কেন অবৈধ নয়, তার জবাব আগামী ৪ সপ্তাহের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট। গত ১৪ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ এই নিষেধাজ্ঞা আদেশ দেয়। পরে নিষেধাজ্ঞা আদেশের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। হাইকোর্ট পাঠানো এই আদেশ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যে নীতিমালা ছিল, সেই নীতিমালা বর্তমান প্রশাসন দায়িত্বে এসে পরিবর্তন করে। নতুন নীতিমালায় স্নাতকে সিজিপিএ কমিয়ে আনা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ৬ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে অবৈধ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বিভাগের কয়েকজন শিক্ষক এবং গত ৭ জুলাই রিটের শুনানি অনুষ্ঠিত হয়। পরে গত ১৪ জুলাই শুনানির রায় ঘোষণা করা হয়। প্রসঙ্গগত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানউদ্দিনের আমলে ২০১৭ সালের শেষের দিকে ব্যব¯থাপনা বিভাগের ৭টি শ‚ণ্য পদের বিপরীতে সহকারী অধ্যাপক/প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ে নীতিমালা অনুসারে নিয়োগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩ দশমিক ৫০ থাকা আবশ্যক করা হয়। তখন সে নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে আদালত সে বিজ্ঞপ্তিকে বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবহান নিয়োগের যোগ্যতা শিথিল করে স্নাতক পর্যায়ে সিজিপিএ ৩ দশমিক ২৫ এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩ দশমিক ৫০ করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী বিভাগে শিক্ষক নিয়োগের জন্য আগের বিজ্ঞপ্তিকে বাতিল করে গত বছরের ৬ ডিসেম্বর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হাইকোর্ট থেকে পাঠানো কোনো নোটিশ এখনো বিশ্ববিদ্যালয়ে আসেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক শাহীন জোহরা ।

মন্তব্য করুন


 

Link copied