পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জের পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যমুনা রাণী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লালদিঘী-আনন্দনগর সড়কের কালার দরগাহ্ নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও মোটরসাইকেল চালক আনোয়ারুল ইসলামকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার খোর্দ কোমরপুর গ্রামের রণজিৎ চন্দ্রের স্ত্রী ২ সন্তানের জননী যমুনা রাণী (৪০) পরকীয়ার জেরে পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার ভোলাকোপা গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আনোয়ারুল ইসলামের (৫৮) সঙ্গে মোটর সাইকেলযোগে পীরগঞ্জের বিনোদন কেন্দ্র আনন্দনগর যাচ্ছিল। একই সড়কে পাথর বোঝাই ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে গেলেও মোটরসাইকেল আরোহী যমুনা রাণী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী জানায়, নিহত মহিলা প্রায়ই নানা ধরণের মানুষের সঙ্গে এই পথে যাতায়াত করতো। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।