আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

‘‘বড়আব্বা নাখোশ”

বুধবার, ২৭ নভেম্বর ২০১৩, রাত ১১:৪২

ডেস্ক: ‘বড়আব্বা কেন জানি আমার ওপর নাখোশ হয়েছেন। রংপুর-১ আসন থেকে আমাকে মনোনয়ন দেয়া হচ্ছে না। জানতে পেরেছি দলেরই অন্য এক নেতাকে তিনি মনোনয়ন দেবেন।’ এ কথাগুলো বলেছেন রংপুর-১ ( সদর ও গঙ্গাচড়া) আসনের বর্তমান সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা। আসিফ দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘বড়আব্বাকে (এরশাদ) বোঝানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনো কথা শুনতে রাজি হননি।’ পরিবারের বড় ছেলের এ ক্ষোভ স্পর্শ করেছে তার বাবা এরশাদের ছোট ভাই মোজাম্মেল হক লালুকেও। তিনি রুষ্ট হয়েছেন। একই সাথে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে এরশাদের রংপুরের পৈত্রিকনিবাস স্কাইভিউ বাসাতেও। রংপুর-১ সংসদীয় আসনে এমপি আসিফকে মনোনয়ন না দিয়ে এরশাদ বহিরাগত একজনকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গোটা রংপুরে গুঞ্জন উঠেছে। আড়ালে আবডালে নানামুখী আলোচনা সমালোচনা চলছে খোদ দলের ভেতরেই। এমনি চাপা গুঞ্জনের মধ্যেই ভাতিজা আসিফ শেষ চেষ্টা হিসেবে তার বড়আব্বার (এরশাদ) সঙ্গে ঢাকার বাসভবনে দেখা করতে যান। সে সময় মনোনয়নপত্র পাওয়ার জন্য বড় আব্বাকে নানাভাবে অনুরোধ করেন। কিন্তু এরশাদ তার ভাতিজাকে সাফ জানিয়ে দেন, মনোনয়ন তিনি পাচ্ছেন না। এ ঘটনার পর ভেঙে পড়েছেন এমপি আসিফ ও তার পরিবারের লোকজন। সিদ্ধান্ত নিয়েছেন শেষ অবদি দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-১ আসনে নির্বাচন করবেন। তবে এতসব লুকোচুরির ভেতরের কথা বেরিয়ে এসেছে নামপ্রকাশে অনিচ্ছুক এরশাদের এক পারিবারিক সদস্যের মুখ থেকে। তিনি জানিয়েছেন, এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ তার কাছের এক ব্যক্তিকে রংপুর-১ আসনে মনোনয়ন দেয়ার জন্য এরশাদকে চাপ সৃষ্টি করেন। এ কারণে শেষ পর্যন্ত জাপা চেয়ারম্যান ওই নেতাকেই মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য রংপুর-১ আসনে দলীয় মনোনয়ন পেতে প্রকাশ্য মাঠে নেমেছেন গঙ্গাচড়া উপজেলা জাপা সভাপতি সামসুল আলম। তিনি জোর দিয়ে বলেছেন, ‘১৯৯০ সাল থেকে জাতীয় পার্টি করছি। এবার এলাকাবাসীই দাবি তুলেছে স্থানীয় নেতাদের মনোনয়ন দেয়ার জন্য। সে জন্য জাপা চেয়ারম্যান আমাকেই মনোনয়ন দেবেন।’ দলের নানামুখী টানাপোড়েনের মুখে পারিবারিক এ সঙ্কটে এরশাদ কী সিদ্ধান্ত নেন তা দেখতে কয়েকটি দিন অপেক্ষা করতেই হবে মনে করেন জাপা নেতারা।

মন্তব্য করুন


 

Link copied