Templates by BIGtheme NET
আজ- বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ :: ২৮ অগ্রহায়ণ ১৪২৬ :: সময়- ৪ : ৩৬ অপরাহ্ন
Home / জাতীয় / উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়

উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়

ডেস্ক: টাঙ্গাইলে শুক্রবার (৯ আগস্ট) সুন্দরবন এক্সপ্রেস লাইনচুত্যের ঘটনায় শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারছে না পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো।  ফলে শনিবার (১০ আগস্ট) বেশকিছু ট্রেন বিলম্বে কমলাপুর ছাড়বে। এক ঘণ্টা থেকে শুরু করে আট ঘণ্টারও বেশি বিলম্বে গন্তব্যে ছাড়বে এসব ট্রেন।

শনিবার কমলাপুর স্টেশনে গিয়ে সরেজমিনে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্রই দেখা গেছে।  বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো হাজারো মানুষ। তাদের কমলাপুর স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে।

রেলের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, রাজশাহীগামী ৭৬৯ নং ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টার পরিবর্তে বেলা ১টার দিকে কমলাপুর ছেড়ে যাবে।

৭২৬ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৫ঘন্টা বিলম্বে সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর ছেড়ে যেতে পারে। ৭৬৫ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেন ৮টার পরিবর্তে বিকেল ৪টায় ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে।

৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৮ ঘণ্টা বিলম্বে আনুমানিক বিকেল ৫টায় গন্তব্য ছেড়ে যাবে।

লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনটি ১০ঘণ্টা বিলম্বে আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে যাবে। এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন একঘণ্টা বিলম্বে চলাচল করবে।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful