Templates by BIGtheme NET
আজ- রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ :: ১০ কার্তিক ১৪২৭ :: সময়- ২ : ০০ পুর্বাহ্ন
Home / আলোচিত / বিএনপির শতাধিক এমপি মনোনয়নপত্র তোলেছেন, বহিষ্কার চার

বিএনপির শতাধিক এমপি মনোনয়নপত্র তোলেছেন, বহিষ্কার চার

BNP Logoডেস্ক: দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রধান বিরোধী দল বিএনপির সারাদেশের সাবেক শতাধিক সংসদ সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্দলীয় সরকারের অধীনে দেয়ার দাবি জানিয়ে বিএনপি আগামী নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলের বিভিন্ন নেতা এর মধ্যে মনোনয়নপত্র কিনেন। মনোনয়নপত্র কিনে দলের নির্দেশনা না মানায় এর মধ্যে বিএনপি থেকে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সূত্র জানায়, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রংপুর বিভাগে এর মধ্যে মনোনয়নপত্র বেশি কেনা হয়েছে বিএনপির নেতাদের নামে। মনোনয়নপত্র যাদের নামে কেনা হয়েছে, তাদের বিষয়ে দলের কাছে তথ্যও আছে। এ বিষয়ে তাদের কাছে কেন্দ্রীয় পর্যায় থেকে শিগগিরই ব্যাখ্যা চাওয়া হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থাও নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

তথ্যমতে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার বাসায় দলের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিক্রমে নুরুজ্জামানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

তবে মনোনয়নপত্র কিনে দল থেকে বহিষ্কার হওয়া বাকি তিন নেতার নাম প্রকাশ করছে না বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের এক নেতা এ প্রসঙ্গ বলেন, ‘মনোনয়নপত্র কিনে তারা ভুল করেছেন। কিন্তু চাপ প্রয়োগ করে সরকারের কেউ তাদেরকে দিয়ে মনোনয়নপত্র কিনিয়েছেন কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’ বিএনপির ওই নেতা আরো অভিযোগ করেন, ‘বিএনপিকে ভাঙতে সরকার নানা ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে ফাঁদ পেতে তারা বিএনপির কয়েক নেতাকে দিয়ে মনোনয়নপত্র কিনিয়েছেন।’

মনোনয়নপত্র কিনেছেন, বিএনপির এমন এক নেতা বলেন, ‘কারো চাপে নয়, দলের স্বার্থেই মনোনয়নপত্র কিনেছি। কেননা, নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তটি দলের চরম ভুল। সবাই তো ভুল করতে পারি না।’

অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের নেতা এম নজরুল ইসলামও এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের দুজনের পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

রুস্তম আলী ফরাজী অষ্টম জাতীয় সংসদে বিএনপির সংসদ ছিলেন। বিএনপির সংস্কারপন্থী সাবেক এই নেতা নবম সংসদ নির্বাচনে দলের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অবশ্য এ বছরের জুলাইয়ে তিনি চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগ দেন। প্রিয়

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful