আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

শেখ মুজিবকে ‘দেশান্তরী’ করলো রংপুর সিটি কর্পোরেশন

সোমবার, ১২ আগস্ট ২০১৯, বিকাল ০৭:৩৯

জাতীয় শোক দিবসকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশন নগরীতে বিলবোর্ড লাগিয়েছে। এমন একটি বিল বোর্ড নগরীর জাহাজ কোম্পানির মোড়ে লাগানো হয়েছে।  বিলবোর্ডে লেখা হয়েছে, “এক মুজিব দেশান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে”। মূলত শ্লোগানটি হবে “এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে”।  এদিকে সিটি কর্পোরেশনের এই দায়িত্বহীন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সচেতন নাগরিক সমাজ।

রিয়াদ আনোয়ার শুভ তার ফেসবুক টাইম লাইনে লিখেছেন, রংপুর সিটি কর্পোরেশন বঙ্গবন্ধুকে দেশান্তরী করেছে!!!! রসিক জাতীয় শোক দিবসের বিশাল বিলবোর্ডে (জাহাজ কোম্পানি মোড়) শ্লোগান লিখেছে - "এক মুজিব দেশান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে!" ## প্রতিবাদ ও দ্রুত বিলবোর্ড খুলে ফেলার দাবী জানাচ্ছি।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বলেন, এটা দায়িত্বহীনতার পরিচয়।  আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিলবোর্ড দ্রুত সংশোধনের দাবি জানাচ্ছি।

রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান শফি তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা মেয়রের এই কর্মকাণ্ডে ধিক্কার জানাই।  দ্রুত বিলবোর্ডগুলি সংশোধন করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ হোসেন লুসিড বলেন, বিলবোর্ডটি কোথায় লাগানো আছে এবং কে লাগিয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

মন্তব্য করুন


 

Link copied