আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

এরিককে দিয়ে মনোনয়ন সংগ্রহ: তীব্র সমালোচনায় ইয়াসির

বুধবার, ২৮ আগস্ট ২০১৯, সকাল ০৮:১৮

 ডেস্ক রিপোর্ট: এরশাদপুত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এরিক এরশাদকে সঙ্গে নিয়ে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। অপ্রাপ্তবয়স্ক এই শিশুকে সঙ্গে নেওয়ার নামে ‘রাজনীতির খেলায় ব্যবহার করে’ ওই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করায় এর তীব্র সমালোচনা করেছেন এরিকের মা বিদিশা। তবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (২৭ আগস্ট) জাপার বনানী কার্যালয় থেকে এরিককে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এসএম ইয়াসির। এর পরপরই জাতীয় পার্টির মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। দলটির নেতারা বলছেন, বিশেষ সুবিধা নিতে অপ্রাপ্তবয়স্ক বিশেষ চাহিদা সম্পন্ন এরিক এরশাদকে মনোনয়ন ফরম তোলার কাজে ব্যবহার করা হয়েছে। এরিকের মা বিদিশা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এটা অমানবিক কাজ হয়েছে। যে বাচ্চা নিজের ভালো-মন্দ কিছু বোঝে না, তাকে রাজনীতির একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সে নমিনেশনের কী বোঝে? তারা তাকে ব্যবহার করে যথেষ্ট খারাপ কাজ করেছে। দেশে তো একটা আইন-আদালত আছে নাকি? তারা যা ইচ্ছে, তা করবে এটা তো হতে পারে না। এরিকের বাবা এরশাদ বেঁচে থাকলে এ ধরনের নোংরা কাজ তারা করতে পারতো না। তিনি আরও বলেন, আমি আশা করিনি জাতীয় পার্টির লোকেরা এরিককে দিয়ে এসব নোংরা কাজ করবে। আমাকে এখনও ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার সঙ্গে কথাও বলতে দিচ্ছে না। বিষয়টি সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এরিককে দিয়ে কারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তা আমি জানি না। শুধু জানি রংপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। তবে কোন উদ্দেশ্য নিয়ে এরিককে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে এটা আমি মনে করি না। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, দলীয় মনোনয়ন পেতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে জাতীয় পার্টির একটি অংশ প্রতিবন্ধী শিশু এরিককে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করিয়েছে।

মন্তব্য করুন


 

Link copied