আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

চালকদের উন্নয়নে কাজ করছে সরকার- রংপুরে শাহজাহান খান

রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯, বিকাল ০৫:২১

রোববার সকালে রংপুর মটর মালিক সমিতি কার্যালয়ে জেলা মটর মালিক ও শ্রমিক ইউনিয়ন আয়োজিত মালিক শ্রমিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর জেলা মটর মালিক সমিতির সহ সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ( অবঃ) মেজর জেনারেল হেলাল মোরশেদ বীর বিক্রম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান আলী, রংপুর মটর মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক এমএ মজিদ, রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, সহঃ সম্পাদক রোনাছুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার বিটুল, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমান হাফিজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। এছাড়াও ঢাকা, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম রুটের গাড়ির চালক ও কাউন্টার ম্যানেজারগণ তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সভায় কেন্দ্রীয় নেতাদের নিকট চালকরা নিয়োগ পত্র প্রদান, সড়কে পুলিশী হয়রানি, ড্রাইভিং লাইসেন্স পেতে সহজীকরণ ও সড়কে যানজট কমানোর উপর গুরুত্বারোপ করেন। পরে শাহজাহান খান এমপি রংপুর মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

মন্তব্য করুন


 

Link copied