আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন; চার্জশীটে বাদপড়া ১১ জনের বিরুদ্ধে নারাজী

বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯, রাত ০৮:১০

উল্লেখ্য, স্বপন মুরমু ক্ষতিগ্রস্ত সাঁওতালদের কোন প্রতিনিধি নন। সেই আলোচিত সাঁওতাল হত্যার ঘটনার ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সমপ্রচার করা হলে দেশ-বিদেশের বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। পরবর্তীতে সাঁওতালদের পক্ষ থেকে হরিণমারী নতুন পল্লীর (ইক্ষুখামারের ভেতরে গড়ে তোলা পল্লীর) বাসিন্দা হেমব্রমের ছেলে থোমাস হেমব্রম বাদী হয়ে ৩৩ জনকে নাম উলে¬খ করে অজ্ঞাতনামা আরও ৫০০/৬০০ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দিলে ওই এজাহারটি পুলিশ জিডি হিসেবে এন্ট্রি করে। পরবর্তীতে ওই জিডির বিরুদ্ধে হাইকোর্টে ১৪৪০২/১৬ নং রীট পিটিশন দাখিল করলে হাইকোর্ট বিভাগ থোমাস হেমব্রমের জিডিকে মামলা হিসেবে গ্রহণ করে পিবিআইকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেন। সাঁওতালদের অভিযোগ পিবিআই আসামী পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা পিবিআইয়ের (এএসপি) মোহাম্মদ আব্দুল হাই সরকার ওই ঘটনার সাথে জড়িত প্রভাবশালী কতিপয় আসামীদের নাম বাদ দিয়ে ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পিবিআইয়ের দাখিলকৃত চার্জশীটের বিরুদ্ধে এজাহারকারী থোমাস হেমব্রম সাবেক এমপি আবুল কালাম আজাদ, তৎকালিন চিনিকলের এমডি আব্দুল আউয়াল, জিএম আব্দুল মজিদ, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, তৎকালিন ইউএনও আব্দুল হান্নান, তৎকালিন ওসি সুব্রত কুমার সরকার, তৎকালিন ডিবি পুলিশের এসআই মাহবুবুবর রহমান মাহবুর, পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেন, মিনহাজুল ইসলাম, আব্দুল মতিন ও বাবলু মিয়াসহ ১১জনের নামে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে গতকাল বুধবার নারাজী দাখিল করেন। বাদী পক্ষে হাইকোর্টের আইনজীবি জেড আই খান পান্না, রফিকুল ইসলাম সিরাজী, গাইবান্ধা জজ কোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু ও মুরাদুজ্জামান রব্বানী নারাজী শুনানী করেন। আদালত শুনানী শেষে আগামী ৪ নভেম্বর শুনানীর দিন ধার্য করেন।

অপরদিকে পিবিআইয়ের দাখিলকৃত অভিযোগপত্র (চার্জশীট) প্রত্যাখান করে ওইদিন দুপুর ২টার দিকে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, হাইকোর্টের আইনজীবি জেডআই খান পান্না, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি নেতা অ্যাডভোকেট মুরাদুজ্জামান রব্বানী, জেলা যুব ইউনিয়ন সভাপতি প্রতিভা সরকার ববি, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম ও মামলার বাদী থোমাস হেমব্রম প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied