আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

ঘাসের বস্তায় গাঁজা॥ নিরিহ কৃষি শ্রমিক ফেসে গেল

শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯, রাত ১১:০৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী ৭ সেপ্টেম্বর॥ ঘাসের বস্তায় ছিল ৫ কেজি গাঁজা। ওই বস্তাটি কৃষি শ্রমিক মতিনকে (৫০) পৌছে দিতে বলা হয়। এ সময় গ্রাম পুলিশ মতিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের তিস্তা নদীর চর পূর্বছাতুনামা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার(৭ সেপ্টেম্বর) দুপুরে আটক কৃষি শ্রমিককে পুলিশ মাদকের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করে। নিরিহ মতিন মিয়া উক্ত ইউনিয়নের পূর্বছাতুনামা গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে। মতিনকে মাদক মামলায় ফাসি দেয়ায় ওই এলাকার মানুষজন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোজাফ্ফর আলীর বিচার দাবি করেছে। এলাকাবাসীর অভিযোগ ওই গ্রাম পুলিশ নিজেও মাদকের চালান পাচার করে। ঘটনার সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পূর্ব ছাতুনামার গমির উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী সায়েদ ওরফে সাহেব আলী ওরফে পাদু (৩৫) নিরিহ কৃষি শ্রমিক মতিনকে ঘাসের বস্তা দিয়ে উত্তর সোনাখুলি গ্রামের আজিজুল ইসলামের পুত্র মফিজুল ইসলামের (৩০) বাড়ীতে পৌছে দিতে বলে। ঘাসের বস্তার ভেতর গাজা ছিল সেটা মতিন বিন্দুমাত্র বুঝতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ উত্তর সোনাখুলি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে বেলাল হোসেন ও গ্রাম পুলিশ মোজাফ্ফর আলী এক স্থান হতে আরেক স্থানে মাদক পৌছে দেয়। প্রথমে ওই গাজা জায়গা মতো পৌছে দেয়ার জন্য গ্রাম পুলিশ মোজাফ্ফর আলী ৫ হাজার টাকা দাবি করেছিল। কিন্তু মাদক ব্যবসায়ী সায়েদ রাজি হয়নি। পরে ঘাসের বস্তার ভেতর ৫ কেজি গাঁজা ভরে নিরিহ মতিনকে পৌছে দিতে হবে এর জন্য তার হাতে ২০ টাকা দিয়েছিল ওই মাদক ব্যবসায়ী সায়েদ। ঘাসের বস্তা পৌছে দেয়া জন্য মতিন পায়ে হেটে যাচ্ছিল। এ সময় গ্রাম পুলিশ মোজাফ্ফর আলী তাকে আটকায়। এরপর ডিমলা থানার পুলিশ ডেকে এনে ধরিয়ে দেয়। ঘটনার সময় এলাকাবাসী এর প্রতিবাদ করলেও পুলিশ তা শোনেনি। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান এ ব্যাপারে ডিমলা থানার এসআই আতিকুর রহমান বাদী হয়ে ৩ জনকে নামীয় ও অজ্ঞাত ২/৩জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। এক প্রশ্নের জবাবে তিনি ওসি বলেন বিষয়টি তদন্তে প্রমানিত হলে গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন


 

Link copied