আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

ডিমলায় স্কুলের মাঠে জলাবন্ধতা॥ পানিবাহীত রোগের ভয়ে শিক্ষার্থী কমছে

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯, রাত ০৯:৪২

বিশেষ প্রতিনিধি॥ পূর্ণারঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এই স্কুলটি। সামান্য পরিমাণ বৃষ্টিপাত হলে বিদ্যালয়ের প্রবেশ পথ সহ মাঠটি জলাবন্ধতা হয়ে পড়ে। আজ বুধবার(১৮ সেপ্টেম্বর) দেখা যায় গত দুইদিনের বৃস্টির ফলে বিদ্যালয়ের সামনে বৃস্টির পানিতে ভরে রয়েছে। পানি নিস্কানের কোন পথও নেই। এতে করে কিছু কিছু শিক্ষার্থী স্কুলে আসলেও অধিকাংশ শিক্ষার্থী রয়েছে অনুপস্থিত। এতে স্কুলের রুটিন অনুযায়ী হচ্ছেনা প্রতিদিনের সমাবেশ। কোমলমতি শিক্ষার্থীরা পানিবাহীত রোগের ভীতিতে স্কুলে আসতে অমনোযোগী হয়ে পড়ছে। পাশাপাশি দূষিত হচ্ছে প্রতিষ্ঠানটির পরিবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুনীল চন্দ্র রায় জানান স্কুলটি প্রধান এই সমস্যাটি পূঞ্জিভুত হয়ে রয়েছে। বৃস্টি হলেও স্কুলের মাঠটি জলাবন্ধতার সৃস্টি হয়ে আসছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অভিযোগে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। প্রতি বছর বৃস্টির সময় এই সমস্যা হচ্ছে। কিন্তু স্কুলের প্রবেশ পথ ও মাঠে মাটি ভরাট করা হয়নি। উপজেলা সহকারি শিক্ষা অফিসার এ,টি,এম সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, এলাকাবাসীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে সকলের কাছে স্বেচ্ছা শ্রমে স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু কেউ এনে সাড়া দেয়নি। এ কাজে সরকারী ভাবে কোন বরাদ্দও নেই। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত মাটি ভরাট করা হবে।

মন্তব্য করুন


 

Link copied