আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

লালমনিরহাটে শিয়াল জবাই করার ছবি ভাইরাল, থানায় মামলা

শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯, সকাল ০৮:১৮

 লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি শিয়ালকে জবাই করে গাছের সঙ্গে ঝুলিয়ে চামড়া সরানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় শুরু হয়। এ ঘটনায় ৪জনের নামে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেছে উপজেলা বন কর্মকর্তা নূরনবী সরকার বাদল। বৃহস্পতিবার(৩অক্টোবর) রাত ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত(ওসি) ওমর ফারুক। জানাগেছে,গত শনিবার উপজেলার গেন্দুকুড়ি এলাকার একটি শিয়ালকে আটক করে জবাই করে গাছের সঙ্গে টাঙ্গিয়ে চামড়া সরিয়ে মাংস কেটে নেয় আজহার আলীর পুত্র আবুল কালাম, একই এলাকার আব্দুস ছামাদ ভুঁইয়ার পুত্র খোরশেদ আলম, সুরুজ জামালের পুত্র আলমগীর হোসেন, মাজম শেখের পুত্র সুরুজ জামালসহ কয়েকজন। ওই জবাই করে গাছের সঙ্গে ঝুলিয়ে চামড়া সরানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দিলে ছবি ও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয় জেলা জুড়ে। এদিকে ঘটনার চারজনের সাথে কথা বলে জানাগেছে, শিয়ালটি পোষা ছাগকে ধরে নিয়ে যাওয়ার সময় শিয়ালটিকে আটক করে। আটক করে জবাই করে শুধু গাছে ঝুলে রাখা হয়েছিল। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা বন কর্মকর্তা নূরনবী বাদল বলেন, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) চিত্রটি চোখে পড়লে বুধবার বিকেলে অভিযুক্তদের সনাক্ত করে রাতেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন বলেন, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আমাদের নজরে এলে উপজেলা বিট কর্মকর্তাকে বিষয়টি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

মন্তব্য করুন


 

Link copied