আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

নীলফামারীতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, রাত ০৮:০৮

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫ অক্টোবর॥ জাতীয় স্যানিটেশন মাস ঘিরে নীলফামারীতে বিশ্ব হাত ধোয়া দিবসের বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়। সকালে ডিসি অফিস চত্তর হতে বিশাল র‌্যালির মাধ্যমে এই কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম ফারুক, ব্র্র্যাকের জেলা প্রতিনিধি লাইলুন নাহার ও ইএসডিও’র জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পর্শিয়া রহমান বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম। অনুষ্ঠানে “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” শ্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সঠিক ভাবে হাত ধোয়ার কলা কৌশল শেখানো হয় ইএসডিও’র উদ্যোগে। এরআগে ডিসি অফিস থেকে বনার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফিরে সমাবেশে মিলিত হয়। প্রসঙ্গত “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত হচ্ছে সারাদেশে।

মন্তব্য করুন


 

Link copied