আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

উলিপুরে কোটি টাকা নিয়ে উধাও হায়-হায় কোম্পানি

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯, সকাল ০৯:৫৫

তৈয়বুর রহমান,কুড়িগ্রাম: সেলাই প্রশিক্ষণসহ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অভিনব প্রতিশ্রুতি দিয়ে হত-দরিদ্র নারীদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে করতোয়া কারিগরি প্রশিক্ষণ প্রকল্প নামের একটি ভূয়া হায়-হায় কোম্পানি।ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর বাজারে অদূরে। ভূয়া প্রতিষ্ঠানে প্রশিক্ষকের চাকরি নেয়া প্রতারিত কর্মিরা গতকাল সোমবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলে ঘটনাটি ফাঁস হয়। এঘটনায় প্রায় সাড়ে ৭ হাজার উপকারভোগী পরিবারে অমানানিষার অন্ধকার নেমে এসেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাপুর বাজারে গত মে মাসে করতোয়া কারিগরি প্রশিক্ষণ প্রকল্প নামের একটি প্রতিষ্ঠান জনৈক আলহাজ্ব সৈয়দ আলীর বাড়ি ভাড়া নিয়ে দাপ্তরিক কার্যক্রম চালু করে। এরপর ঐ অফিসের ম্যানেজার পরিচয়দানকারী ব্যক্তিসহ কয়েকজন সূদর্শন কর্মকর্তা চটকদার বক্তব্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারনার ফাঁদ পাতে। প্রতারক চক্রটি হত-দরিদ্র পরিবারে যুবতি মেয়েদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এলাকার নারীদের টার্গেট করে দর্জি প্রশিক্ষণ ও হস্তশিল্প কর্মকান্ড শুরু করে। তারা একটি ভূয়া প্যাডে আই.এইচ.আর.জে.এস নামে রেজি নং ১০২৭২-২০০৯ ব্যবহার করে প্রশিক্ষক নিয়োগ দেয়। নিয়োগকৃত বেতনভোগি এসব প্রশিক্ষকের মাধ্যমে বিভিন্ন এলাকায় ২‘শ ৫০টি গ্রæপে প্রায় সাড়ে ৭ হাজার উপকারভোগির তালিকা তৈরি করেন। এসব উপকারীভোগিদের কাছে থেকে প্রাথমিক সদস্য ভর্তি ফিসহ প্রতিজনের কাছে প্রথম দফায় কাচি ও ফিতা দেয়ার নামে ৩৩০ টাকা করে প্রায় ২৪ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। তবে চমক সৃষ্টির লক্ষ্যে কয়েকটি গ্রæপে কাচি ফিতা প্রদান করলেও অধিকাংশ গ্রæপে তা প্রদান করেনি। একই কৌশলে ঐ চক্রটি নিয়োগকৃত প্রশিক্ষকদের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকাভূক্ত উপকারীভোগিদের কাছ থেকে প্রশিক্ষণ ও সেলাইমেশিনসহ বিভিন্ন সরজ্ঞামাদি দেয়ার কথা বলে এক থেকে দুই হাজার টাকা করে নগদে আদায় করতে থাকে। সম্প্রতি ঐ প্রতারকরা নগদে টাকা না নিয়ে প্রশিক্ষকদেরকে নিদিষ্ট কয়েকটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর নির্দেশ দেন। তখনও তারার বুঝতে পারেনি এটা একটি ভূয়া প্রকল্প এবং তারা যে কোন সময় সময় গা ঢাকা দিতে পারে। এভাবে তারা গ্রামের সহজ সরল নারীদের কাছ থেকে প্রায় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়ে গত সপ্তাহে গা ঢাকা দেয়। অভিযোগ রয়েছে ভাড়া দেয়া বাড়ির মালিক আলহাজ সৈয়দ আলীর সাথে প্রতারক চক্রের যোগ সাজশ রয়েছে। কারন চক্রটি পালিয়ে যাওয়ার পর প্রতারণার শিকার নারীরা ঐ অফিসে রক্ষিত কাগজ পত্র উদ্ধারের চেষ্টা করলে তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি। ভূক্তভোগী সিনিয়র ট্রেইনার মনি আক্তার বলেন, ৪ মাস আগে প্রকল্পটির নিয়োগ পেয়ে আামি ৩৫ টি গ্রæপের মাধ্যমে ১ হাজারেরও বেশি উপকারভোগী তালিকা তৈরি করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে তাদেরকে প্রদান করি। অপর এক ট্রেইনার হামিদা পারভীন বলেন, ২৩টি গ্রæপের মাধ্যমে ৬৯০ জন উপকারভোগির কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকারও বেশি তাদের প্রদান করি। কর্মী মাসুমা, মনিষা, সুমি, বিজলী বেগম, হাফিজা বেগম, মনিরা বেগম, রোজিনা, তাহমিনা, বাসনাসহ নিয়োগকৃত শতাধিক কর্মি জানান, তাদের মাধ্যমে প্রায় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়ে চম্পট দেয় ওই প্রতারক চক্র। প্রকল্পটির ম্যানেজার মাহফুজার রহমান মিলনের সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন (০১৭৪৪৪৬২৪১১) বন্ধ পাওয়া যায়। বাড়ির মালিক আলহাজ্ব সৈয়দ আলী জানান, মাহফুজার রহমান মিলন নামের এক যুবক আমার কাছে দর্জি প্রশিক্ষণের কথা বলে বাড়ি ভাড়া নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied