আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

রংপুর মেট্রোপলিটনের ৫৪ ভাগ মামলা মাদকের

বুধবার, ৬ নভেম্বর ২০১৯, দুপুর ১১:১৬

মমিনুল ইসলাম রিপন, ০৫ নভেম্বর ২০১৯ রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) গত এক বছরের মোট মামলার ৫৪ ভাগই মাদক সংক্রান্ত মামলা বলে জানিয়েছেন আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে আরপিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরপিএমপিতে হওয়া মামলার ৫৪ ভাগ মাদক সংক্রান্ত। গত এক বছরে ৫’শ ৮৩টি মাদক সংক্রান্ত মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোলাই মদ। এসবের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। তিনি আরও বলেন, মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক হচ্ছে। এক বছরে ১০ হাজার ৬৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৩ হাজার ৮৫৮ কেজি গাঁজা, ৩২ হাজার ২১১ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৬ বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসতে। জনসচেতনতা ও মাদক বিরোধি আন্দোলনেই মাদক নির্মূল সম্ভব। নতুন সড়ক আইন বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের সচেতনতামূলক সংবাদ প্রকাশের আহŸান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইনের উর্দ্ধে কেউ নয়। পুলিশ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, যত বড় নেতাই হোক না কেন, সবাইকে আইন মানতে হবে। এসময় যেকোন মোটরযানে পুলিশ, প্রেস, ডাক্তার, মুক্তিযোদ্ধা ইত্যাদি লেখা বেআইনী উলে­খ করে সকলকে এসব লেখা সম্বলিত স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার ও রাখার পরামর্শ দিয়ে গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন পুলিশ কমিশনার। সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. ফারুক আহমেদ, সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) একেএম ওহিদুন্নবী, সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি) শরীফ আল রাজীব, সহকারি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) রেজানুর বেগম, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাব হোসেন, সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মো. জমির উদ্দিন, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর জোন) মো. ফরহাদ ইমরুল কায়েসসহ রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পরিবেশের প্রকাশক ও সম্পাদক একেএম ফজলুল হক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহাবুব রহমান হাবু, দৈনিক তিস্তার সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমিনুল রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালীম আনছারী, সাধারণ সম্পাদক শাহ বায়জীদ আহমেদ, ইন্ডেপিন্ডেট টেলিভিশন রংপুর প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, দৈনিক প্রতিদিনের বার্তার নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, দৈনিক আখিরার বার্তা সম্পাদক নজমুল ওহাব টিপু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন,রংপুরের সহ সভাপতি এম মিরু সরকার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ফরহাদুজ্জামন ফারুক, কোষাধ্যক্ষ ইমরোজ হোসেন ইমু, দপ্তর সম্পাদক মেজবাহুল হিমেল, ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ আল মানুন, কার্যকারি সদস্য আসাদুজ্জামান আফজাল, কামরুজ্জামান সেলিম, মেরাজুল ইসলাম মেরাজ, দৈনিক পরিবেশের ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সহ সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, সাধারণ সম্পাদক এসানুল হক সুমন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুকুল ও দপ্তর সম্পাদক এ.কে.এম সুমন মিয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান মিমসহ আরপিএমপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied