আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ডিমলায় জাতীয় পতাকা অসম্মানের অভিযোগ আঃলীগ নেতার বিরুদ্ধে

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯, বিকাল ০৬:৫৫

বিশেষ প্রতিনিধি॥ জাতীয় পতাকাকে অসম্মান দেখানোর অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা লিখিতভাবে অভিযোগ করেছে ডিমলা উপজেলা যুবলীগের আহবায়কের কাছে। লিখিত অভিযোগে জানা যায়, ১১ই নবেম্বর ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এটির উৎযাপনে ওই দিন নাউতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজার রহমান লাভলু, নুরুজ্জামান রুবেল, আরাফাত সিদ্দিক শাসন, শ্রী বিকাশ চন্দ্র রায় ও যুবলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সকল আনুষ্ঠানিকতা শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যায়। তারা বেরিয়ে পড়ার পর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম লেলিন ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আসেন। তিনি জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলন দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে নিজ হাতে জাতীয় ও যুবলীগের দলীয় পতাকা নামিয়ে সেই পতাকাগুলো রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে স্থান ত্যাগ করেন। এমন দৃশ্য এলাকার মানুষজন সহ দেখতে পান ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক হামিদুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহজাহান কবির, যুবলীগ সদস্য সাদ্দাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম সাজু ও দোকানদার মেহের আলী। তারা ঘটনার সত্যতাও নিশ্চিত করে। ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম লেলিনের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবি করেন ওই অভিযোগপত্রে। এ বিষয়ে সাইফুল ইসলাম লেলিন সাংবাদিকদের বলেন, হ্যাঁ আমি সকালে পতাকা দেখে নামিয়ে ফেলেছি। তিনি তার ভুল স্বীকার করে বলেন, আমি জানতাম না যে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা রেডি করা ছিল। পরে জানতে পারি। আর এ নিয়ে তেমন কিছু ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন


 

Link copied