সংবাদ বিজ্ঞপ্তি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৯ নভেম্বর ২০১৯ তারিখ মঙ্গলবার প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইউনিটসমূহের শিফটভিত্তিক মেধা অনুযায়ী অনলাইনে চয়েস ফরম পূরণ করতে হবে ২৪ নভেম্বর ২০১৯ তারিখ রবিবার থেকে ২৭ নভেম্বর ২০১৯, বুধবার পর্যন্ত। বিভাগ নির্ধারণ করে তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার। যাচাই-বাছাই ও ভর্তি আগামী ২ ও ৩ ডিসেম্বর ২০১৯, সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৮ নভেম্বর ২০১৯) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ৮ম সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডবিøউসি, পিএসসি (অবঃ) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
ভর্তি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।