বিশেষ প্রতিনিধি॥ কাজি ফার্ম কিচেনের নীলফামারী শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার(২০ নভেম্বর) রাতে জেলা শহরের পৌরসভা সড়কে সবুজপাড়ায় অবস্থিত এ শাখার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি মারুফ পারভেজ কোয়েল, সহ-সভাপতি ফরহানুল হক, কাজি ফার্ম ফাস্টফুট এ্যান্ড ফ্র্যাঞ্চাইজির এজিএম ফিরোজ আলম, নীলফামারী শাখার স্বত্ত্বাধীকারী রনি প্রধান প্রমূখ। এসময় অতিথিবৃন্দ কাজি ফার্ম কিচেনের বিভিন্ন পদের স্বুসাধু ও স্বাস্থসম্মত খাবারের প্রশংসা করেন।