আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু       কিশোরীগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু       উপজেলা নির্বাচনে জাপার প্রার্থী হতে চান না কেউ      

 width=
 

দিনাজপুর মুক্ত ও বুদ্ধিজীবী দিবস পালিত

শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১২, বিকাল ০৭:২৬

দিনাজপুরে দিনাজপুর মুক্ত ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহীদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এএইচ মাহমুদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার ময়নুল ইসলামসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, বিকেলে দিনাজপুর মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দিবসটি পালন করা হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের হামলার মুখে দিনাজপুর জেলা থেকে পাকসেনারা চলে যান। মুক্ত হয় দিনাজপুর। দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে চতুর্থবারের মতো প্রশাসন ও স্থানীয়ভাবে দিনাজপুর মুক্ত দিবস পালিত হলো। অপরদিকে, বিরল উপজেলা মুক্ত দিবস উপলক্ষে বিজোড়া ইউনিয়নে বহলা বধ্যভূমিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজনে সকাল সাড়ে ৭টার দিকে বহলা স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, শহীদের প্রতি দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্তব্য করুন


 

Link copied