আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

রংপুরে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, সকাল ০৯:০০

মমিনুল ইসলাম রিপন: রংপুরে নানা আয়োজনে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে আজ সোমবার সকালে তিনদিন ব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে তিন দিনব্যাপী রোকেয়া মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ও সংসদ সদস্য আরমা দত্ত । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম। এদিকে তিন দিনব্যাপী মেলার অংশ হিসেবে সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রæপ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। আর দুপুরে পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রয়েছে নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা। রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নারীদের ঘরে থাকার দিন রোকেয়ার সময়েই শেষ হয়েছে। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকারের সফল উদ্যোগে নারী-পুরুষের বৈষম্য ভেদ করে সকল ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ নারী-পুরুষের অংশগ্রহণে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে।' দিবসটি উপলক্ষে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলাতে বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে অলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতাসহ সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied