আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      

 width=
 

ডোমারে নতুন বইয়ের সাথে নতুন স্কুল ড্রেস পেল ৩৫০ শিক্ষার্থী

বুধবার, ১ জানুয়ারী ২০২০, রাত ০৯:২৫

নীলফামারী প্রতিনিধি ১ জানুয়ারি॥ নীলফামারীর ডোমার উপজেলায় বই উৎসবে নতুন বইয়ের সাথে নতুন স্কুল ড্রেসও পেল ৩৫০ শিক্ষার্থী। আজ বুধবার(১ জানুয়ারি/২০২০) সকাল ১১টার দিকে ডোমার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো: ময়নুল হক মনু নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের বইয়ের সাথে নতুন স্কুল ড্রেস বিতরন করেন। চতুর্থ শ্রেনীর ছাত্রী আচল আক্তার জানান, আমি শুনেছি নতুন বইয়ের সাথে নতুন স্কুল ড্রেসও নাকি দেওয়া হবে। এ আনন্দে রাতে ভালমত ঘুম হয়নি। সকাল হতে না হতেই স্কুলে আসার জন্য প্রস্তত হই। মা জিজ্ঞাসা করে, তুই এতো সকালে কই যাবি। আমি বললাম তুমি জাননা মা, আজ আমাদের স্কুল হতে নতুন বই ও নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। একই শ্রেনীর তিথী, তারিশা ও তৃতীয় শ্রেনীর তরিমা আক্তার বলেন, এক সাথে নতুন বই ও নতুন স্কুল ড্রেস পেয়ে খুবেই ভালো লাগছে। এভাবে বছরের প্রথম দিনেই নতুন বই ও নতুন স্কুল ড্রেস পেলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। ম্যানেজিং কমিটির সভাপতি মো: ময়নুল হক মনু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য সবকিছু উজার করে দিচ্ছে। সেতুলনায় আমার পক্ষ হতে ৩৫০ জনের জন্য নতুন স্কুল ড্রেস খুবেই সামান্য। আমরা যদি সকলেই নিজ নিজ অবস্থান হতে কিছু করি, তাহলে দ্রুত উন্নত দেশে পৌচ্ছানো আমাদের পক্ষে সম্ভব হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্মা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান, সহকারী শিক্ষক তারিক হাসান, সালমা পারভীন,শার্ম্মি আক্তার, সেতারা বেগম, জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied