আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কমলো সোনার দাম       রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন      

 width=
 

সাদ এরশাদের পদ কী?

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০, রাত ০৯:১৭

এরপর শুক্রবার (১৭ জানুয়ারি) তাকে পার্টির যুগ্ম মহাসচিব পদে পদায়ন করেন তার চাচা ও দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। জাপায় সাদ এরশাদের পদ-পদবি নিয়ে তার মা ও চাচার ঘোষণা-পাল্টা ঘোষণার পর এখন প্রশ্ন উঠছে—পার্টিতে তার পদ কী?

সাদ এরশাদের পদবি কী—জানতে চাইলে রাঙ্গা বলেন, ‘চেয়ারম্যান তাকে যুগ্ম মহাসচিব করেছেন। এটিই তার পদবি। রওশনের দেওয়া কো-চেয়ারম্যান পদবি গ্রহণযোগ্য নয়।’

সাদ এরশাদকে দলের কো-চেয়ারম্যান করে রওশনের ঘোষণার ৩ দিন পর শুক্রবার (১৭ জানুয়ারি) পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার ক্ষমতাবলে ৮ জন উপদেষ্টা, ৩৭ জন ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন। এরমধ্যে সাদ এরশাদকে করেন যুগ্ম মহাসচিব। আর ঘোষণার মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে—সাদ এরশাদ পার্টির কো-চেয়ারম্যান, না যুগ্ম মহাসচিব?

সাদকে জাপার কো-চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের ঘোষণা প্রসঙ্গে সুনীল শুভ রায় বলেন, ‘পার্টিতে পদ দেওয়ার ক্ষমতা শুধু চেয়ারম্যানের। অন্য কেউ পদ দিতে পারবেন না। সুতরাং রওশন এরশাদ কাউকে পদ দিলেও সেটিও গ্রহণযোগ্য হবে না।’

তবে, এ বিষয়ে রওশন এরশাদ ও সাদ এরশাদের কোনও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই দুইজনকে একাধিকবার ফোন করে ও ম্যাসেজ দিলেও জবাব পাওয়া যায়নি।

রওশনপন্থী হিসেবে পরিচিত জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী বলেন, ‘পার্টির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে সব ক্ষমতা দেওয়া হয়েছে। রওশন এরশাদ যে ১৬ জনকে পদায়ন করেছেন, সেটি গঠনতন্ত্রের পরিপন্থী। তিনি চিফ প্যাট্রন হিসেবে চেয়ারম্যানের কাছে তাদের নাম সুপারিশ করতে পারতেন।’

দলের গঠনতন্ত্রে চিফ প্যাট্রনের ক্ষমতা কী—জানতে চাইলে ফয়সল চিশতী বলেন, ‘এটি সম্মানজনক পদ।’

১৭ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনীল শুভ রায় বলেন, ‘চেয়ারম্যান জিএম কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা অনুযায়ী পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও ৮ জন উপদেষ্টা, ৩৭ জন ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন। এই নিয়ে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে সদস্যের সংখ্যা ২৯ উন্নীত হলো।’

মন্তব্য করুন


 

Link copied