আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা       হিলিতে কেজিতে ২০ টাকা কমল পেঁয়াজের দাম       ‘অবন্তিকা’ই যেন শেষ হয়... প্লিজ       রংপুরে দিনে গরম রাতে শীত, ভাইরাসজনিত জ্বর-সার্দির প্রকোপ বৃদ্ধি      

 width=
 

রংপুর জেলা জাতীয় মহিলা পার্টির ১৫১ সদস্যের কমিটি গঠন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০, রাত ০৯:০৬

 মমিনুল ইসলাম রিপন: রংপুর জেলা জাতীয় মহিলা পার্টির শাহানারা বেগমকে সভানেত্রী ও নাহিদ ইয়াসমিনকে সাধারণ সম্পাদিকা করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহঃস্পতিবার জাপার কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী এডভোকেট সালমা ইসলাম এমপি ও সাধারণ সম্পাদিকা নাজমা আকতার এমপি এই ১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ এ কমিটির অনুমোদন দেয়। এছাড়াও মিসেস রাকিবা নাসরিন সহ সভানেত্রী, হোসনে আরা বেগম, মোছাঃ কাজলী বেগম, মোছাঃ ফেরদৌসী বেগম (মালা) মিসেস খালেদা রহমানকে সহ সভানেত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদিকা শারমিন কাওসার বেলী, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া বেগম রুকু,যুগ্ম সাংগাঠনিক সম্পাদিকা মদিনা পাভীন মালা, অর্থ বিষয়ক সম্পাদিকা আজমেরী বেগম, যুগ্ম অর্থ সম্পাদিকা সিমা বেগম, প্রচার সম্পাদিকা কাঞ্চন নাহার,দপ্তর সম্পাদিকা দিলারা হোসেন দুলালী, যুগ্ম দপ্তর সম্পাদিকা ফারজানা নাজ-মৌ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা কনিকা কাওসার, যুগ্ম সাহিত্য সম্পাদিকা মৌ আক্তার ধর্ম বিষয়ক সম্পাদিকা মিসেস মমতাজ বেগম, যুগ্ম ধম সম্পাদিকা শামসুন নাহার, শ্রম বিষয়ক সম্পাদিকা লাইলি বেগম,যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদিকা মাহমুদা বেগম,শিক্ষা বিষয়ক সম্পাদিকা সাবরিনা নাজ করবী, যুগ্ম শিক্ষা সম্পাদিকা হোসনে জাহান মনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা আকলিমা বেগম, যুগ্ম স্বাস্থ্য পরিকল্পনা সম্পাদিকা হালিমা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা সেলিনা আকতার সেলি, শেফালী বেগমকে যুগ্ম সমাজকল্যান বিষয়ক সম্পাদিকা করে ১৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।

মন্তব্য করুন


 

Link copied