আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কমলো সোনার দাম       রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন      

 width=
 

সৈয়দপুরে ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছে শিক্ষক

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০, রাত ০৮:০০

নীলফামারী প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে আজ রবিবার(২৩ ফেব্রুয়ারি/২০২০) সকাল ১০টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ে। রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রটি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে অভিযোগ করাসহ চিকিৎসা শেষে প্রধান শিক্ষকের কাছে এ ঘটনার বিচার দাবি করে লিখিত আবেদন করেছে। ইতোপূর্বেও ওই শিক্ষক একই ছাত্রকে বেধরক মারপিট করার কারণে ক্ষমা প্রার্থনা করে রেহাই পেয়েছিল। শিক্ষকের লাঠির আঘাতে আহত ছাত্র আরিফুর রহমান জানায়, সকালে স্কুলের এসেম্বলি চলাকালে শপথ বাক্য পাঠ করার সময় হঠাৎ করেই পিটি শিক্ষক মোঃ আমিনুর রহমান এসেম্বলির লাইন থেকে টেনে এনে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারতে থাকে। এসময় আমার হাত সহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে রক্তাত্ব হয়। এ অবস্থায় ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে অন্যান্য ছাত্রদের সহায়তায় বিচারের দাবিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে যায়। সেখানে উপজেলা শিক্ষা অফিসের লোকজন তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। ইতোপূর্বেও ওই শিক্ষক আরিফকে মারপিট করায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধান করা হয়েছিল। তখন সমাধান করা হয়েছিল। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আমিনুর রহমান বলেন, ছাত্রটি এসেম্বলি চলাকালে মেয়েদেরকে উত্যক্ত করে। এটি সবাই শুনেছে। তাই তাকে শাসন করা হয়েছে। প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, ছাত্রটি অপরাধ করার প্রমান মেলায় তাকে শাস্তি দেয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied