আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন ও করোনা ভাইরাস প্রতিরোধে অবহিতকরণ সভা

বুধবার, ১১ মার্চ ২০২০, বিকাল ০৭:৪২

নীলফামারী প্রতিনিধি ১১ মার্চ॥ নীলফামারী হাম-রুবেলা ক্যাম্পেইন ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১১ মার্চ/২০২০) বিকাল ৫টায় নীলফামারী সিভিল সার্জন কার্যালয় আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্ম্মন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ। সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্ম্মন জানান, “আয় আয় সোনা মনি টিকা নিয়ে যা” এই প্রতিপাদ্যকে নিয়ে আগামী ১৮মার্চ থেকে ১১এপ্রিল পর্যন্ত ৯মাস থেকে শুরু করে ১০বছরের কম বয়সি ৫লাখ ৩০হাজার২২৮জন শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করা হবে।  জেলার দুই হাজার ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই টিকা পাবে। এ সময় চিকিৎসক কামরুল হাসান বলেন, ১৮থেকে ২৪মার্চ পর্যন্ত স্কুলে স্কুলে, ২৮ থেকে ১১এপ্রিল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এবংনিয়মিত টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। এছাড়া পূর্বে হামের টিকা বা এমআর টিকা দেয়া থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও এই বয়সের সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে। এ সময় তিনি জেলার বর্তমান অবস্থা, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি, প্রচার প্রচারণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলায় প্রয়োজনীয় কমিটি গঠন করে একাধিক সভা করেছি, কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে। খোলা হয়েছে হট লাইন। নীলফামারী জেনারেল হাসপাতালে ৮ শয্যার আইসোলেশন ইউনিট করা হয়েছে। আরও ৫০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে। জনসচেতনতায় ৫ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। আরও করা হবে। চিকিৎসক ও কর্মীদের প্রয়োজনীয় পিপিই মজুদ আছে। এখন দেশের বাইরে থেকে কেউ আসলে তাকে আমরা তার বাড়িতেই ১৪দিন কোয়ারেন্টাইনে রাখছি। লক্ষণ পাওয়া গেলে তাকে হাসপাতালে নিয়ে আইইডিসিআরে জানানো হবে। তাদের টিম এসে নমুনা সংগ্রহ করবেন। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এ নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কোথাও কোন ধরণে গুজবের খবর পেলে সরাসরি প্রশাসনকে জানাবেন। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। এ নিয়ে আমরা আতংকিত নই, এরই মধ্যে করণীয় যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আপনি আমি আমরা সবাই সম্মিলিতভাবে এর মোকাবেলা করবো।

মন্তব্য করুন


 

Link copied