আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

রংপুরে প্রায় তিন লাখ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

বুধবার, ১৩ মে ২০২০, রাত ০৯:৪৯

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘রংপুর জেলার সংসদ সদস্য ও স্থানীয় সরকারের সব জনপপ্রতিনিধিদের সমন্বয়ে কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর তালিকা তৈরী করে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশন, আটটি উপজেলা এবং তিনটি পৌরসভা এলাকায় ২ লাখ ৭৭ হাজার ৭৩৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এখনো পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। যা ধাপে ধাপে বিতরণ করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘ওএমএসের চাল বিক্রি, টিসিবির পণ্য বিক্রিসহ সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বিভাগ, র‌্যাব, আনসার ব্যাটালিয়ান এবং অন্যান্য স্বেচ্ছাসেবি সংগঠন নিয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

জেলা প্রশাসক আরও জানান, জেলার বড় বড় বাজারগুলোকে স্বাভাবিকভাবে ছোট ছোট একাধিক বাজারে পুনর্বিন্যাস করে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সরবরাহকে অব্যহত রাখা হয়েছে। পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি রোধে সার্বক্ষনিক কঠোর নজরদারি অব্যহত রাখা হয়েছে। এছাড়া ১০ মে’র পর থেকে রংপুর জেলায় বোরো ধান কাটা শুরু হবে। প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন না হলে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তিনি করোনা মহামারি মোকাবেলায় সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার জন্য আহŸান জানিয়েছেন।

রংপুর জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, জেলার ত্রাণ সংক্রান্ত হটলাইন: নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণিসহ প্রান্তিক ও নিম্ন আয়ের জনগণের জরুরী খাদ্য চাহিদা পুরণে জেলা প্রশাসন, রংপুর এর তিনটি হটলাইন নম্বর রয়েছে। সরাসরি ফোন বা এসএমএস এর মাধ্যমে এ সব নম্বরে জনসাধারণ ত্রাণ সহায়তা চাইতে পারেন। রংপুর মহানগরীর জন্য- ০১৭১০-২৫১৬৩৭, ০১৭০৮-৫০৯৩৩৮ ও ০১৭০৮-৫০৯৩১২। উপজেলাসমূহের জন্য: রংপুর সদর- ০১৯২১-২৫৮১৫৩,বদরগঞ্জ- ০১৭১৮-৮৩৬০২৫, গঙ্গাচড়া- ০১৭১৬-৪৫৭৮২৫, কাউনিয়া- ০১৭৩৭-৮৮৯৮৫৮, মিঠাপুকুর- ০১৭১২-৮৯০৪৮২, পীরগাছা- ০১৭১৭-৪১৩৮৮৫, পীরগঞ্জ– ০১৫৭২-৫০৭২১৬ ও তারাগঞ্জ- ০১৭১৭-৫৪৪৩১৭।

মন্তব্য করুন


 

Link copied