আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলো নীলফামারী জেলা ছাত্রলীগ

শনিবার, ৩০ মে ২০২০, রাত ০৯:৩৩

টানা বৃষ্টিতে জমির ধান তলিয়ে যাচ্ছিলো, এদিকে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকটে শ্রমিক কেনার টাকা না থাকায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলো এসব কৃষক। এমতাবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ায় খুশি হয়ে কৃষকেরা জানান, ভাইরাসের কারনে হামরা বাড়ি থেকে বের হইতে পারি না। কামাই রোজগার নাই। খাইতেই পারিনা। তার উপর যতোটুকু জমি আবাদ করছি, সেটাও বৃষ্টির পানিত তলে যাবার ধরছে। তাই হামরা ছাত্রলীগের সভাপতি আপেল ভাইয়ের সাথে যোগাযোগ করি। এবং আপেল ভাই ও তার নেতাকর্মীরা আসি হামার ধান কাটি ঘরত তুলে দিয়া হামার অনেক উপকার করছে।

নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে, বর্তমান সংকটকালিন মূহুর্তে, যেসব অসহায় কৃষক শ্রমিকের টাকার অভাবে ধান কাটতে পারছে না। যারা খুব অসহায় অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। প্রায় প্রতিদিনই নীলফামারী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় এসব অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি আমরা। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা স্ব স্ব ইউনিটের প্রতিদিনই ধান কাটার কার্যক্রম অব্যাহত রেখেছে।

ধান কাটার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুসেইন রেজা শামিম, গোলাম মোস্তফা বুলেট, সুমন ইসলাম, যুগ্ন সাধারন স¤পাদক নাজমুল হোসেন, কার্যকরী সদস্য হাফিজুর রহমান জুয়েল, সাংগঠনিক স¤পাদক রোকনুজ্জামান রোকন, শফিকুল ইসলাম শিশির, তানভীর ইসলাম মিথুন, দপ্তর স¤পাদক সঙ্গীত দ্বীপংকর দ্বীপু প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied