Templates by BIGtheme NET
আজ- বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২০ :: ২৯ শ্রাবণ ১৪২৭ :: সময়- ২ : ০৬ অপরাহ্ন
Home / টপ নিউজ / ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার (পাগলু ) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও-বালিযাডাঙ্গী সড়কের কালমেঘ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই ২ জন নিহত হয় এবং পরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। আহত আরও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

নিহতরা হলেন নওগা জেলার ঈশ্বরপুরের ইকি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী। অন্যদের এখনো পরিচয় পাওয়া যায়নি। নিহতরা থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।

ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের স্টেশন মাষ্টার মফিজার রহমান জানান, ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক রফিকুজ্জামানের নেতৃত্বে আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করি। ও বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful