আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

বাদ পড়লেন সারিকা

রবিবার, ১৬ ডিসেম্বর ২০১২, বিকাল ০৫:০৬

বিনোদন ডেস্ক: খামখেয়ালিপনা যেন সারিকার সঙ্গী হয়ে উঠেছে। কিছু দিন পর পরই নানান খামখেয়ালিতে পেয়ে বসে তাকে। আর সে কারণে এক একটা ঝামেলা তৈরি হয় তাকে ঘিরে। এমন খামখেয়ালির কারণেই একটি বড়মাপের প্রতিযোগিতা থেকে সম্প্রতি বাদ পড়লেন সারিকা। এর আগে একই প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন নায়িকা অপু বিশ্বাস। তারা বাদ পড়েছেন এ সময়ের আলোচিত ইভেন্ট এশিয়ান টিভির তারকা রিয়েলিটি শো ‘স্টার ডান্স’ থেকে। সম্প্রতি বর্ণাঢ্য একটি আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। এ নাচ প্রতিযোগিতায় সেলিব্রেটিদের মধ্যে অংশগ্রহণ করবেন বলে নাম ঘোষণা করা হয় অপু বিশ্বাস, নিপুণ, মম, বিদ্যা সিনহা মীম, সারিকা, তমা মির্জা ও ইশানার। কিন্তু প্রতিযোগিতার আগে দু-একদিনের মহড়াতেই অপু বিশ্বাস অন্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করা তার পক্ষে সম্ভব না বলে সরে যেতে চান। এশিয়ান টেলিভিশনের আয়োজকরা বেশ চিন্তা-ভাবনা করেই একসময় বাদ দিয়ে দেন অপু বিশ্বাসকে। এরপর অপুর জায়গায় মৌসুমী হামিদকে নিয়ে তাদের সাতজন তারকা প্রতিযোগী গুছিয়ে নেন তারা। প্রতিযোগিতা তখন শুরু। নিপুণ, মম, মীম, তমা মির্জা, ইশানা, মৌসুমী হামিদ ব্যস্ত তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে। কিন্তু অনুপস্থিত সারিকা। কর্তৃপক্ষ বিষয়টিকে দেখার জন্য উদ্যোগী হন। দায়িত্ব দেন সময়ের আরেকজন মডেল-নায়ককে। অবশ্য এ মডেল-নায়কের কারণেই সারিকাকে প্রতিযোগিতায় নিয়েছিলেন এশিয়ান টিভি কর্তৃপক্ষ। কিন্তু সারিকার ভাগ্য সহায়ক নয় বলেই একই দিন রাত দুইটায় সেই মডেলের সঙ্গে সারিকাকে দেখে ফেলেন এশিয়ানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। তখনই এশিয়ান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হবে সারিকাকে। বিষয়টি সম্পর্কে মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করে সারিকার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

‘স্টার ডান্স’ অনুষ্ঠানে বিচারক হিসেবে আছেন বিউটিশিয়ান কানিজ আলমাস খান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নৃত্যশিল্পী টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ, অভিনেত্রী মডেল তানিয়া আহমেদ ও অভিনেত্রী-নৃত্যশিল্পী রিচি সোলায়মান।

মন্তব্য করুন


 

Link copied