আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

সৈয়দপুরে রেলওয়ে কোয়াটার দখল করে চলছে অবৈধ বহুতল ভবন নির্মান কাজ! (ভিডিও)

বুধবার, ১৫ জুলাই ২০২০, রাত ০৮:৫৫

বিশেষ প্রতিনিধি॥ রেলের শহর সৈয়দপুরে রেলজমি অবৈধ দখলদারদের উচ্ছেদ ও জমি  লিজের বিষয়টি স্থগিত থাকা অবস্থায় এবার নতুন করে  সৈয়দপুরে রেলওয়ে কোর্য়াটার দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। শহরের বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসনে এ নির্মান কাজ করছেন বলে নির্মান শ্রমিকরা জানায়। আজ বুধবার(১৫ জুলাই/২০২০) ঘটনাস্থলে সাংবাদিকরা গিয়ে দেখতে পায় নীলফামারীর সৈয়দপুরের মুন্সিপাড়ার রেলওয়ে কলোনির ৩৭১/ডি নম্বর কোয়াটারটি দখল করে ওই বহুতল ভবন নির্মান কাজ চলছে । নির্মান শ্রমিকরা জানায় তারা ইতোমধ্যে নিচের অংশ ঢালাই শেষ করে দোতালার অংশের কাজ করছেন। শ্রমিকরা জানান, শহররে বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসনে আমাদের কে কাজে লাগিয়েছেন। আমরা এর চেয়ে বেশী কিছু জানি না। অপর দিকে ব্যবসায়ী আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন  রেলওয়ে কোর্য়াটারে ওই বহুতল ভবনটি তিনি দখলও করেননিও বা নির্মানও করছেননা। তিনি জানান শহরের জনৈক  আদনান ওই ভবন টি নির্মান করছেন। এ  প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে বিভাগীয় ভূ-সম্পত্তি র্কমর্কতা (পাকশি) মো. নুরুজ্জামান সাংবাদিকদের  বলেন, ব্যবসায়ী আলতাফ হোসেনের বিরুদ্ধে এর আগেও রেলের জমি দখল করে  নির্মিত বহুতল ভবনটিও ভাঙ্গার সিদ্ধান্ত রয়েছে। করোনা ভাইরাস কালিন সময় আবার ও কোর্য়াটার দখল করে বহুতল ভবন নির্মাণ করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলনে, বিষয়টি গুরুত্বসহকারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে মুঠোফোনে বাংলাদশে রেলওয়ে প্রধান ভূ- সম্পত্তি কর্মকর্তা (পশ্চিম) রেজাউল করিম   জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া বিষয়টি উল্লেখ করে বলেন, যতই অর্থশালী বা প্রভাবশালী হউক না কেন অবৈধ ওই ভবনটি ভেঙ্গে ফেলা হবে।

মন্তব্য করুন


 

Link copied