আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ভারী বৃস্টিতে ডুবেছে নীলফামারী শহর ও গ্রামের রাস্তাঘাট বসতবাড়ি

রবিবার, ১৯ জুলাই ২০২০, দুপুর ০৩:২৫

নীলফামারী প্রতিনিধি॥ মাঝে মাঝে থেমে আবার ঝড়ছে বৃস্টি। আজ রবিবার(১৯ জুলাই/২০২০) ভোর চারটা থেকে শুরু হয়েছে অবিরাম বর্ষণ। মুষলধারে বৃষ্টিতে ডুবেছে নীলফামারী। এতে করে ডুবে গেছে শহর ও গ্রামের বহু রাস্তাঘাট ও বসতবাড়ির আঙ্গিনা। তলিয়ে গেছে ফসলি জমির মাঠ। জেলা শহরের বাবুপাড়া, সওদাগড়পাড়া, মাছুয়াপাড়া, নিউবাবুপাড়া, ডাঙ্গাপাড়া, বাড়াইপাড়া, মিলনপল্লী, সবুজপাড়া, শাহীপাড়া, শান্তিনগর সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্লাঞ্চল। সর্বত্র বৃস্টির পানির ডুবে যাওয়ার হয়রানির ছবি সোস্যাল মিডিয়া ফেসবুকে অনেকে পোষ্ট করেছে। পথচারী থেকে রিক্সাচালক নাস্তানাবুদ। অনেক রিক্সচালক জানায়, ভোর রাত থেকে অবিরাম বৃস্টির কারনে রিক্সাচালানো কস্টদায়ক। বৃস্টিতে ভিজে যাত্রীও পাওয়া যায়না ঠিক মতো। বাবুপাড়ার ফৌজিয়া ইয়াসমিন জলি জানান, মুষলধারে বৃস্টির কারনে নালাগুলো উপচে রাস্তাঘাট ও বাড়ি ঘরের আঙ্গিনা পানিতে ডুবে গেছে।এদিকে বৃস্টির ভরা পানির পুকুরে ডুবে ডিমলা উপজেলার দক্ষিন খড়িবাড়ি সর্দরপাড়া গ্রামে আড়াই বছরের শিশু মাইষামনি তুবা নামের এক শিশু মারা গেছে। শিশুটি ওই গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে বলে জানা গেছে। আবহাওয়া দফতরের আগাম পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির দাপট জনজীবন চরম দূর্ভোগ সৃস্টি করেছে। শহরের বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই থমকে গেছে যান চলাচল। পথচারীরা হাটুপানি ডিঙ্গিয়ে চলাচল করছে। নীলফামারী পানি উন্নয়ন বোডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র সুত্র মতে নীলফামারী শহরে ২৪ ঘন্টার হিসাবে (সকাল ৯টা পর্যন্ত) ৫ ঘন্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অপর দিকে জেলার তিস্তা অববাহিকার ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে বৃস্টিপাত রেকড করা হয় ১২১ মিলিমিটার। এ ছাড়া ডিমলা উপজেলা শহরে অবস্থিত আবহাওয়া অফিস নুত্র মতে তারা ২৪ ঘন্টায় সকাল ৬টা পর্যন্ত ডিমলা উপজেলা শহরে ৮০ মিলিমিটার বৃস্টিপাত রেকড করেছে। এদিকে জেলা খারামবাড়ি সুত্র মতে জেলা জুড়ে বৃস্টিপাত চলছে। জেলার কিশোরীগঞ্জ উপজেলায় ৬৪,ডোমার উপজেলায় ৩২ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করে তারা। ডালিয়া পানি উন্নয়ন বোডের বোডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র সুত্র মতে বৃস্টির পানিতে তিস্তা নদী সহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে সকাল ৬টায় বিপদসীমার (৫২.৬০ মিটার) ৫ সেন্টিমিটার নিজ (৫২.৫৫ মিটার) দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বেলা ৩টায় পানি কমেছে ১৫সেন্টিমিটার। তবে নীলফামারীর চারালকাটা, যমুনেশ্বরী, চিকলী, কুমলাই,দেওনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন


 

Link copied