আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কমলো সোনার দাম       রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন      

 width=
 

রংপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

বুধবার, ৫ আগস্ট ২০২০, বিকাল ০৬:৪২

মমিনুল ইসলাম রিপন: রংপুরের হাসনা বাজারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আখতারুজ্জামান (৫২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। বুধবার (৫ আগস্ট) সকালে সোয়া আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে হাসনা বাজারের কাছে হতাহতের ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানী য় সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আখতারুজ্জামান ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় উভয় যানই দুমড়ে মুচড়ে গেলেও প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।

এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

 রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান -কে জানান, নিহত আখতারুজ্জামান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা মনমত গ্রামের মৃত বন্দে আলীর ছেলে। তিনি নীলফামারীর ডোমারে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন


 

Link copied