আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

রংপুরের এক হতদরিদ্র শিক্ষার্থীর পড়া-লেখার দায়িত্ব নিলো কেন্দ্রীয় ছাত্রলীগ

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০, রাত ১১:৪৩

 হাসান আল সাকিব: রংপুরের হতদরিদ্র এক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয়। মেধাবী সেই শিক্ষার্থীর নাম হানিফ মিয়া। রংপুরের মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জে তার বাড়ি। তিনি এবার এস এস সি পরীক্ষায় ৪.৫০ জিপিএ নিয়ে পাস করেন। বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ছেলেটিকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কলেজে ভর্তি করিয়ে দেন। এসময় একসেট নতুন বইও কিনে দেন তিনি। উল্লেখ্য, জন্মের পরেই তার বাবা তাদের ছেড়ে চলে যান। তার মা মানুসিক ভারসাম্যহীন।অন্যের বাসায় ঝি এর কাজ করে কোনভাবে তাদের দিন চলতো৷ সে নিজেও অন্যের জমিতে কাজ করে পড়াশোনার খরচ চালায়। এ প্রসঙ্গে ফেরদৌস আলম বলেন, 'এসএসসি রেজাল্টের দিন ওকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেই পোস্ট আমাদের সংগঠনের সভাপতির নজরে আসে। তিনি মেধাবী এই শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় আজ ওকে কলেজে ভর্তি করিয়ে একসেট নতুন বই নিয়ে দিলাম। রেজাল্ট ভাল করলে ভবিষ্যতেও ওকে ছাত্রলীগ থেকে সহায়তা করা হবে।' হানিফ মিয়া বলেন, 'অন্যের জমিতে কাজ করে কোনভাবে এসএসসি পাস করেছি। কলেজে ভর্তি হতে পারবো কিনা এ নিয়ে খুব হতাশায় ছিলাম। ছাত্রলীগ হাত না বাড়ালে হয়তো আমার আর পড়াশোনা হতো না।' এ সময় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন


 

Link copied