আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

হতাশ ৩১ লাখ তরুণ-তরুণী!

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩, দুপুর ০২:৪৭

শ্যামল কান্তি নাগ জিয়াদুল হাসান গাজীপুরের শিমুলতলীতে পরিবারের সঙ্গে বাস করেন। ১৮ বছর পূর্ণ হওয়ায় এবারই প্রথম ভোটার হয়েছেন। মনের মধ্যে একটা টানটান উত্তেজনা ছিল জীবনের প্রথম ভোট দেবেন। প্রয়োগ করবেন নিজের অধিকার। দেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যে প্রতিনিধি নির্বাচন করে পাঠাবেন মহান জাতীয় সংসদে। জিয়াদের সেই আশার গুড়ে বালি পড়েছে। বর্তমান সাংসদ জাহিদ আহসান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ‘সব দল নির্বাচনে না আসার ব্যর্থতার কারণেই আমার জীবনের প্রথম ভোটটি দেওয়া হলো না’-এমন মন্তব্য করে জিয়াদ বলেন, এ জন্য বিএনপি-জামায়াত জোটের নির্বাচন বর্জন এবং হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী নাটক তাকে চরমভাবে হতাশ করেছে। জিয়াদুলের মতো ১৫৪ সংসদীয় আসনে কমপক্ষে ৩১ লাখ নতুন ভোটার ভোট না দিতে পারায় হতাশ হয়েছেন। ভোটার তালিকায় প্রথমবারের মতো নাম লেখানো এই সব তরুণ ভোটার আবার কবে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তা নিয়েও রয়েছে অনিশ্চিয়তা। তবে আশার গুঞ্জনও আছে। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। প্রধানমন্ত্রীর কথামতো প্রধান বিরোধী দল বিএনপি সমঝোতায় এলে জানুয়ারির মধ্যে এই সংসদ ভেঙে এপ্রিলে একাদশ সংসদ নির্বাচন হতে পারে। তখন আবার সুযোগ আসবে জিয়াদুলদের ভোট দেওয়ার। নয়তো আরো পাঁচ বছর অপেক্ষায় থাকতে হবে এই তরুণ ভোটারদের। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দশম জাতীয় সংসদে নতুন ৭০ লাখ ভোটার যুক্ত হয়েছেন। এরা সবাই নতুন এবং তরুণ। দশম জাতীয় সংসদে মোট ভোটার সংখ্যা নয় কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৮৬১ জন। এর মধ্যে চার কোটি ৬১ লাখ ১১ হাজর ৮৮০ জন পুরুষ ভোটার। আর মহিলা ভোটারের সংখ্যা চার কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৯৮১ জন। দেশের ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় আর মাত্র ১৪৬ আসনে নির্বাচন হবে। এই আসনগুলোতে মোট চার কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৬৭০ জন ভোটার ভোট দেবেন। এই আসনগুলোতে নতুন ভোটার রয়েছেন ৩৯ লাখ। যারা এবারই প্রথম ভোট দিচ্ছেন। আবেগ আর উদ্দীপনায় ভোটের দিন গুনতে শুরু করেছেন তারা। কাউন্ট ডাউনে আর মাত্র ১১ দিন সময় বাকি । এই অপেক্ষার সময়টুকু পার হলেই ভোটকেন্দ্রে ছুটে যাবেন নতুন ভোটাররা। রাইজিংবিডি

মন্তব্য করুন


 

Link copied