আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

রংপুরে নকল প্রসাধনী কারখানা এবং নকল ব্যাটারী তৈরীর কারখানায় অভিযান

বুধবার, ২১ অক্টোবর ২০২০, বিকাল ০৬:১১

১) নকল ভলভো প্লাস ব্যাটারীর পানি। ২) নকল ভলভো প্লাস ব্যাটারীর পানি তৈরির মেশিনপত্রসহ বিপুল পরিমান নকল তৈরি সামগ্রী জব্দ করেন। (যাহার অনুমান মুল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা)

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মোঃ মোহসিন মাস্টার (৩৫), পিতা মনছুর আলী, সাং- জুম্মা পাড়া-কে ৫ হাজার টাকা জরিমান করেন ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদানের আদেশ দেন এবং কারখানার সমস্ত উৎপাদন বন্ধ করার আদেশ দেন। ঘটনা-১: অদ্য ২১-১০-২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসআই(নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই( নিঃ) নাজমুল ইসলূম, কং/হবিবর, কং/ শাহাজাহান, কং/মোঃ রফিক উদ্দিন কোতয়ালী থানাধীন ২৭ নং ওয়ার্ডস্থ রেলস্টেশন মুসলিম পাড়া সালফেট ক্যাম্প জনৈক ময়েজখান (৬৫) এর বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে-

১. নকল শাহী দরবার আতর ২. নকল গুরুদেভ তৈরি ইন্ডিয়া ৩. নকল চম্পা ফ্লাওয়ার আগর বাতি ৪. নকল মক্কা কেমিক্যাল নামের গোলাপ জল ৫. নকল ব্লাক স্টোন নামে সুগন্ধি ৬. নকল ডি লাভ নামের সুগন্ধি ৭. নকল লর্ড নামের সুগন্ধি ৮. লিকুইড পেরাফিন ক্যামিক্যাল সহ বিপুল পরিমান নকল সুগন্ধি ও তৈরি সামগ্রী জব্দ করেন। (যাহার অনুমান মুল্য ১ লক্ষ টাকা)

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ( ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য করুন


 

Link copied