আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

বিদায় জ্যাক ক্যালিস

বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩, বিকাল ০৭:৫৩

ডারবানের কিংসমিডে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ওয়েবসাইটে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিসের অবসরের সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন তিনি। ১৬৫ টেস্ট খেলা ক্যালিস অবসর নেয়ার ঘোষণা দিয়ে বলেন, “১৮ বছর আগে অভিষেকের পর থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অংশ থাকতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। খেলার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। তবে আমার এখন মনে হয়েছে, টেস্টের সাদা পোশাক তুলে রাখার এটাই সেরা সময়।” তবে টেস্ট ক্রিকেটের সঙ্গে দেড় যুগের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়াটা মোটেই সহজ ছিল না ৩৮ বছর বয়সী ক্যালিসের জন্য। “এটা খুব একটা সহজ সিদ্ধান্ত ছিল না। বিশেষ করে ক’দিন পরেই যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু হবে। আর দলও এখন সাফল্য উপভোগ করছে। তবে আমার কাছে মনে হয়েছে এই ধরণের ক্রিকেটে নিজের অবদান আমি রেখে ফেলেছি।” ১৯৯৫ সালের ডিসেম্বরে ২০ বছর বয়সে ডারবানেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ৪৪টি শতকসহ ৫৫.১২ গড়ে ১৩ হাজার ১৭৪ রান করেছেন ক্যালিস। সর্বোচ্চ ২২৪। পাশাপাশি ৫ বার ইনিংসে পাঁচ উইকেটসহ ৩২.৫৩ গড়ে ২৯২টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৬/৫৪। ক্যাচ নিয়েছেন ১৯৯টি। সর্বশেষ দুই বছর দারুণ উপভোগ করার কথা জানিয়ে ক্যালিস বলেন, “আমি ভাগ্যবান, এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটারের মাঝ থেকে টেস্ট ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের সঙ্গে যে বন্ধুত্ব হয়েছে তা অনেক বছর মনের মধ্যে সযত্নে লালন করতে পারবো।” ক্যালিসের সমস্ত পরিকল্পনা এখন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার মুহূর্তে সে কথা সবাইকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমি এটাকে (টেস্ট থেকে অবসর) বিদায় হিসেবে মনে করি না। কারণ ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সাহায্য করার মতো যথেষ্ট খিদে এখনো আমার মধ্যে আছে। অবশ্য যদি আমি ফিট থাকি আর পারফর্ম করতে পারি।” ক্যালিসের এই সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো ব্যথিত। বিষন্ন কণ্ঠে তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ক্যালিসের অবদান অসীম। সেটা শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবেও। তার মানের ক্রিকেটার আমরা আর কখনো পাবো কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”

মন্তব্য করুন


 

Link copied