আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

রংপুরে প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় অভিযান

বুধবার, ২ ডিসেম্বর ২০২০, বিকাল ০৬:৪৭

অদ্য ০২/১২/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহামেদ, পুলিশ পরিদর্শক (ডিবি) এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ)মোঃ গোলাম মোর্শেদ এএসআই (নিঃ) আলতাব হোসেন, এএসআই তৈবুর রহমান, কং/আসলামসহ কোতয়ালী থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ পূর্ব খাসবাগ জনৈক কামাল হোসেনের ধান, চালের গোডাউন এর ভিতরে (ভাড়া দেওয়া) অভিযান পরিচালনা করে অনুমোদনহীন প্লাস্টিক উৎপাদন, ভলভো কোম্পানির লোগো ব্যবহার পূর্বক ব্যাটারীর এসিড পানি ব্যবহারের সরঞ্জাম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কারখানায় অভিযান পরিচালনা করে অনুমোদনহীন প্লাস্টিক দ্রব্য উৎপাদন এবং ভলভো কোম্পানীর লোগো ব্যবহার পূর্বক ব্যাটারীর এসিড পানি ব্যবহারের জারকিন তৈরীর মেশিন পত্র সহ বিপুল পরিমান প্লাস্টিকের জারকিন ও জারকিন তৈরির কাঁচামাল সামগ্রী জব্দ করা হয়। (যাহার অনুমান মুল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা)

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফিরুজুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মোঃ মজনু মিয়া (৪২), পিতাঃ মৃত আজিজার রহমান, সাং- সুন্দ্রা হবি, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ লালমনিরহাট-কে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে পনের দিন কারাদন্ডাদেশ প্রদান করেন এবং সমস্থ উৎপাদন বন্ধ করার আদেশ দেন।

উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন


 

Link copied