আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

পঞ্চগড়ে ভোট কেন্দ্রে দুবিত্তদের গুলি, আগুন

রবিবার, ৫ জানুয়ারী ২০১৪, সকাল ০৯:৫৭

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, মালিগছ ভোট কেন্দ্রে শনিবার রাত ১০ টার সময় দুবিত্তরা গুলি ছুড়ে।

মালিগছ ভোট কেন্দ্রে ডিউটি রত পুলিশ কনেস্টবল হালিম জানান, কেন্দ্রের নিরাপত্তার সার্তে বাইরে ডিউটি করছিলাম। এ সময় আকর্সিক ৫ টি গুলির শব্দ শুনতে পাই। এ সময় আমরা পাল্টা গুলি চালানোর জন্য পযিসন নিই এবং সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। খবর পেয়ে দায়িত্ব রত মেজিস্টেড আসরাফ হোসেন পুলিশ, বিজিবি সহ ঘটনা স্থলে উপস্থিত হন। এর পরে ভোট কেন্দ্রের ৫০০ গজের মধ্যে খুজা খুজি করা হলে কাউকে পাওয়া যায়নি।

এ অবস্থায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎখনিক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা (স্বপন) ঘটনা স্থলে এসে পরিদর্শন করেন। এলাকাবাসী জানান, পর পর ৫টি গুলির শব্দ নাকি ককটেলের শব্দ আমরা বুঝে উঠতে পারিনি।

জানাগেছে, ১০ম জাতীয় নির্বাচনে দুবিত্তরা আতঙ্ক ছড়াতে এ কেন্দ্রে গুলি ছোড়ে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ অবস্থায় ভোট কেন্দ্রে বিজিবি সহ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ভোট কেন্দ্রে আগুন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার দেওয়ান হাট উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আকর্ষিক আগুন।

সূত্রে জানাগেছে, শনিবার রাত ১০.৩০ মিনিটের সময় ভোট কেন্দ্রের ৭ নং বুতের জানালায় আকর্ষিক আগুন জলতে থাকলে কেন্দ্রে দায়িত্ব রত আনছার, চখিদার ও পুলিশ আতঙ্কীত হয়ে পড়ে। খবর পেয়ে মেজিস্টেড, পুলিশ, বিজিবি উপস্থিত হয়ে ফায়রসার্ভিসকে খবর দিলে ফারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ারসার্ভিস সূত্রে জানাগেছে, এ আগুন সট সাকিটের কারণে হতে পারে। তবে ভোট কেন্দ্রের ব্লেলোড বক্স সহ ভোটের সকল মাল সামানা সুরক্ষিত আছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা পাওয়া যায় নি।

মন্তব্য করুন


 

Link copied