আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

মদ্যপ পুরুষদের মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পুণম

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪, দুপুর ০১:৩৭

ম্প্রতি ভারতের মডেল ও অভিনেত্রী পুণম পাণ্ডে ব্যাঙ্গালোরের একটি ক্লাবে নিউ ইয়ার অনুষ্ঠান করতে গিয়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছিলেন। ভয়াবহ এ অভিজ্ঞতার পর আর কখনো নিউ ইয়ার অনুষ্ঠান করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন পুণম পাণ্ডে। বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারত জয়ী হলে নগ্ন হয়ে দৌড়ানোর ঘোষণা দিয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন পুণম। পুণম বলেন, ‘আর কখনো নয়। আর কখনোই নববর্ষের অনুষ্ঠানে আমি পারফর্মেন্স করবো না। এটা খুবই বিপজ্জনক।’ পুণম জানান, ব্যাঙ্গালোরে আকর্ষণীয় পারিশ্রমিকে তিনি একটি ক্লাবে স্টেজ পারফর্মেন্স করতে গিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি তার এতোটা বিপক্ষে চলে যাবে তা তিনি ভাবতেও পারেননি। পুণম বলেন, ‘সেখানে বহু পুরুষ ছিল, যারা সবাই ছিল মাতাল। আমার সঙ্গে ১৫-২০ জন রক্ষি ছিল। এছাড়া আয়োজকদের প্রায় শ’খানেক রক্ষিও ছিল। কিন্তু সেটাও পর্যাপ্ত ছিল না।’

অনুষ্ঠানে পুণমের পারফর্মেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বহু পুরুষ মিলে নিরাপত্তা রক্ষীদের বেষ্টনি ভেদ করে মঞ্চে উঠার চেষ্টা করে।

পুণম বলেন, ‘আমি বুঝতে পারি, সেদিন সন্ধ্যায় এতোগুলো মাতাল মানুষের থেকে কোনো রক্ষী ও বডিগার্ডই সেই অবস্থায় কাউকে রক্ষা করতে পারবে না। যেসব পুরুষ লাফিয়ে স্টেজে ওঠার চেষ্টা করছিল তাদের মাথাতে শুধু একটা বিষয়ই ছিল। তাদের চেতনা ছিল না, ছিল শুধু শরীর।’

এ সময় পুণম নিজেকে বাঁচাতে সম্ভব কাজটিই করেছিলেন। সেটা হচ্ছে- পালানো।

পুণম বলেন, ‘আমি জীবনে এত দ্রুত দৌড়াইনি।’

এরপর তিনি দৌড়িয়ে উপরের তলায় তার রুমে পালিয়ে যান। এ সময় তাকে ধাওয়া করে একদল পুরুষ। এ সময় তার রক্ষীরাও দৌড়ে যায় তাকে রক্ষা করতে। সবমিলিয়ে সেখানে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয় বলে জানান পুণম।

পুণম বলেন, ‘সব নারী তারকাদের প্রতি আমার পরামর্শ থাকবে, নববর্ষের অনুষ্ঠানে পারফর্ম না করার। তারা যতো অর্থই দিক। আপনার ইজ্জত ও জীবনের চেয়ে তার মূল্য বেশি নয়। আমি জীবনে কখনো এতো ভয় পাইনি। আর না।’

মন্তব্য করুন


 

Link copied