আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

রংপুরে ডিপ্লোমা কৃষিবিদ পূনর্মিলনী-২০১৪ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪, রাত ১০:২৫

রংপুর, খবর বিজ্ঞপ্তি : এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট,তাজহাট, রংপুর-এর আগামী ১৪ই ফেব্রুয়ারী  "ডিপ্লোমা কৃষিবিদ পূনর্মিলনী"-২০১৪ইং এর অনুষ্ঠান পরিচালনা কমিটির রেজিস্ট্রেশন  কাজের অগ্রগতি, প্রচার, ব্যয় খাত, উদ্যোগী, শিক্ষক, সরকারী/বে-সরকারী চাকুরীজীবীসহ  রংপুর তাজহাট এ.টি.আই হতে পাশকৃত সকল ডিপ্লোমা কৃষিবিদদের সাথে সমন্বয় সহ তাদের রেজিস্ট্রেশন  কনফার্ম করত: বিবিধ বিষয় নিয়ে আজ ১০/০১/২০১৪ ইং বিকাল ০৩:৩০ মিনিটে ইন্সটিটিউটের হল রুমে  Burberry Shoes  "ডিপ্লোমা কৃষিবিদ "পূনর্মিলনী"-২০১৪ইং" আয়োজক কমিটির আহবায়ক জনাব সিরাজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বিএডিসিতে কর্মরত এ.ডি (উৎপাদন) জনাব এস.এম.সাজ্জাদুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক ডি.এ.ডি- জনাব খুরশীদ আলম, যুগ্ম আহবায়ক ডি.এ.ডি এ কে এম আসলাম হোসেন, যুগ্ম আহবায়ক কৃষি সম্প্রসারণের এসএএও মোঃ সাজেদুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক এ সি আই-তে কর্মরত মোঃ সাইমুম ইমতিয়াজ শিমুল, সদস্য সচিব পাট অধিদপ্তর-এ কর্মরত এসএজেডিও- মোঃ মিজানুর রহমান তুহিন, ডিপ্লোমা কৃষিবিদ মো: রুজন ইসলাম, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ সোহেল রানা মাসুম, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আহসান হাবিব সুমন প্রমুখ ।

বক্তারা জানান পূনর্মিলনী"-২০১৪ইং সফল করতে সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।তবে এখনও যেসব ডিপ্লোমা কৃষিবিদ এখন পর্যন্ত নিবন্ধন করেননি তাদের   ikoart কে আগামী ০৫/০১/২০১৪ ইং এর মধ্যে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন ।

এছাড়াও (০১৭২১-০১০৬৮৯,০১৭১০-১৪২২৬৩,০১৭১৬-২০৫১৩৩,০১৭১৭-১৫৪৩৭৭,০১৭২৬-১১৮৩৬১) এই নম্বর গুলিতে যোগাযোগ নিবন্ধন সহ বিভিন্ন তথ্য ও পরামর্শ নিতে পারবেন।

পড়ে বিভিন্ন মতামত ও আলোচনার উপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গুলি গৃহীত করে আগামী ১৭/০১/২০১৪ ইং শুক্রবার বিকাল ৩০:০০ ঘটিকায় পরবর্তী অগ্রগতি মুলক আগামী আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকতে আহবান করে সভার সমাপ্তি করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied