আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এরশাদ যে সব সুবিধা পাবেন

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০১৪, বিকাল ০৫:২৭

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মাসিক ভাতা পাবেন ৫৩ হাজার ১০০ টাকা। এছাড়াও মন্ত্রী পদমর্যাদায় সুসজ্জিত অফিস, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী, বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সবকিছুই সরকারি খরচে পাবেন সাবেক এই রাষ্ট্রপতি। গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান হুসেইন মুহম্মদ এরশাদ। ওই দিন রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এরশাদ। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় এরশাদ মন্ত্রী পদমর্যাদার সুযোগ-সুবিধার বাইরেও পাবেন কিছু বাড়তি সুবিধা। পাবেন সুসজ্জিত অফিস কক্ষ, বিদেশ ভ্রমণ, ভ্রমণের জন্য বিশেষ ভাতা, ইন্সুরেন্স, নিয়মিত স্বাস্থ্যসেবা। তাকে ঘিরে থাকবেন ১১ জন ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী। দেশ বিদেশে যোগাযোগের জন্য তার বাসা ও অফিসের টিএনটি ফোনের এবং হাতে রাখা মোবাইল ফোনের সব বিল দেবে সরকার। থাকবে সার্বক্ষণিক গাড়ি। পাবেন সুসজ্জিত সরকারি বাড়ি। বাড়ি না নিলে পাবেন ভাড়া আর রক্ষণাবেক্ষণবাবদ ভাতা। এরইমধ্যে সরকারি সুযোগ সুবিধার অংশ হিসেবে বারিধারার প্রেসিডেন্ট পার্কে পুলিশ প্রোটোকল দেওয়া হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে বের হয়ে যান। তিনি তারপর একেক সময় একেক কথা বলে মিডিয়ার নজর কাড়েন। নির্বাচনের পর অন্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ না নিয়ে দুই দিন পর একা শপথ পাঠ করেন এরশাদ। শপথের পরই হাসপাতাল থেকে ফিরে যান নিজ বাসভবনে। এরপর প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। এর আগে এমন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. ফারুক সোবহান। জানা গেছে, শিগগিরই হুসেইন মুহম্মদ এরশাদকে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে পাঠানো হতে পারে।

মন্তব্য করুন


 

Link copied