আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

ছিনতাইকারী, নাকি প্রতিপক্ষকে ফাঁসানোর নাটক?

শনিবার, ২২ ডিসেম্বর ২০১২, দুপুর ১১:৩৮

এমন ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। ঘটনার বিবরণে জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মৃত্যু আঃ ছামাদের পুত্র জাহিদুর রহমান ও চাচতো ভগ্নীপতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাদুরিয়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মানিক (৩০)।

তারা দীর্ঘদিন যাবত চোরাচালানী ব্যবসার সাথে জড়িত। এক পর্যায়ে তাদের মধ্যে অন্ত:দন্দের সৃষ্টি হয়। সেই সূত্রে দুলাভাইকে ঘায়েল করলো। মানিকে কৌশলে ডেকে এনে কোমরপুর থেকে একটি মাইক্রোবাস যোগে তারা বগুড়া যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলার অদূরে নতুন আলুর ষ্টোর নামক স্থানে মাইক্রোবাস (ঢাকা মেঃ-চ-১১-১৬২৮) থেকে লোকজন বাচাও বাচাও চিৎকার দিলে পথচারীরা মাইক্রোবাসটি আটক করে এবং ছিনতাইকারীর অভিযোগে দুলাভাই মানিক ও আলীহাট গ্রামের তোজাম্মেলের পুত্র শাহিন(২৯), পালশাপাটনপাড়ার স্বাভবেউদ্দিনের পুত্র শরিফুল (২৮)ও ধোয়ানশিপুরের আঃ জোব্বারের পুত্র আমিরুল (২৫)কে আটক করে থানায় দিয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ওসি ফারুক আহম্মেদ জানায়, শুক্রবার সন্ধ্যায় ছিনতাইকারী উপজেলার কোমরপুর থেকে সুকৌশলে জাহিদুর রহমান ও উজ্জল নামের ২ ব্যক্তিকে একটি মাইক্রোবাসে তুলে বগুড়া পথে রওনা দেয়। চলন্ত মাইক্রোবাসের মধ্যে ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে ওই ২ ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। উপজেলার পার্শ্ববর্তী এলাকার বকচর এলাকায় এলে তাদের চিৎকারে এলাকার লোকজন ও হাইওয়ে পুলিশ এসে ৪ ছিনতাইকারী ও মাইক্রো-বাসটি আটক করে। হাইওয়ে থানা পুলিশ আটকদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে। পুলিশ ছিনতাই হওয়া ৩৩ হাজার টাকা ও ৫টি মোবাইল উদ্ধার করেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied