আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

ঝুঁকি নিয়ে ভারতে যায় সীমান্তের কৃষক

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৪, সকাল ০৯:৪৭

ঠাকুরগাঁও, ২৪ ফেব্রুয়ারি : সেদিন ছিল বৃহস্পতিবার। সময় তখন বেলা ১টা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে শান্তির পতাকা নিয়ে টহলে। কারণ সম্প্রতি বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে আলমগীর (১৮) নামে এক যুবককে নির্মম নির্যাতন করে বাম পা ও বাম হাত ভেঙে দিয়েছে বিএসএফ। এ কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে পতাকা হাতে উভয় বাহিনীর অনবরত এ টহল। ঠিক এমন সময় ভারতীয় টহল বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাথায় এক বস্তা ইউরিয়া সার নিয়ে নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলেন এক কৃষক। এ সময় তার চোঁখে ও মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। এমনই দৃশ্য ধরা পড়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকার নাগর নদীর পাড়ে। এ সময় কথা বলতে চাইলে প্রথমে রাজি হননি তিনি। পরে এক পর্যায়ে রাজি হলেন। নাম তার সবুর আলী (৪০)। বাড়ি ওই সীমান্তের শাহানাবাদ গ্রামে। পেশায় কৃষক। চার দিন ভারতের রায়গঞ্জ জেলার গোয়ালপুকুর থানার গাদিপাড়া এলাকার প্রভাত মেম্বারের জমিতে কাজ শেষে পারিশ্রমিকের বিনিময়ে সার নিয়ে দেশে ফিরেছেন তিনি। দীর্ঘ আলাপচারিতার এক পর্যায়ে সবুর আলী জানান, রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত অঞ্চল হলো ধর্মগড় সীমান্ত। এ এলাকায় কাজের খুব অভাব। ফলে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে পাশের দেশ ভারতে কাজ করতে যেতে হয় তাকে। তিনি জানান, সীমান্তের কাঁটা তারের বাইরে অনেক অনাবাদী জমি রয়েছে ভারতীয়দের। সেগুলো দীর্ঘদিন ফেলে রাখার পর চাষ করেন তারা। কিন্তু সেখানে ভারতীয় কোনো কৃষককে কাজের জন্য পায় না তারা। ফলে ওই জমির মালিকরা বাংলাদেশ সীমান্তের ধারে কৃষকদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আরও জানান, এক বস্তা ইউরিয়া সারের বিনিময়ে একজন কৃষককে সপ্তাহে চার দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমিতে কাজ করতে হয়। কাজ শেষে আবার দেশে ফিরে আসি। এভাবে চার দিন কাজ করার পর সেখান থেকে এক বস্তা ইউরিয়া সার মাথায় করে ঝুঁকি নিয়ে দেশে ফিরতে হয়। পরে অবশ্য ওই সার এলাকার ব্যবসায়ীদের কাছে ৯০০ টাকায় বিক্রি করি। এছাড়া টাকা চাইলে তারা ভারতীয় টাকা দেয়। পরে ওই টাকা ভাঙাতে পারি না। তাই টাকার বিনিময়ে সার নেওয়ার প্রস্তাবটি আমরাই তাদের দেই। এভাবেই কষ্টের মাঝে চলে আমাদের সংসার। সবুর আলী আরও জানান, শুধু আমি নই। আমার মতো অসংখ্য কৃষক সেখানে (ভারতে) গিয়ে কাজ করেন। তা না হলে সংসার চালাবো কীভাবে। বিএসএফ যদি ধরে নিয়ে যায় বা গুলি করে এমন প্রশ্নে সবুর আলী বলেন, ‘না খেয়ে থাকার চেয়ে গুলি খাওয়া অনেক ভালো। সংসার চালাতে গিয়ে এমন ঝুঁকি নিতে হয়। সাধ করে তো আর এ ঝুঁকি কেউ নেয় না।’ সবুর আলীর স্ত্রী হালিমা জানান, যখন তিনি (সবুর আলী) কাজ করতে যান আমরা সবাই খুব ভয়ে থাকি। কারণ যখন তখন বিএসএফ কৃষকদের ধরে নিয়ে যায়। তিনি আরও জানান, প্রতিদিন সন্ধ্যায় সন্তানদের নিয়ে সীমান্তের ধারে গিয়ে অপেক্ষা করি কখন তিনি (স্বামী সবুর আলী) নদী পার হয়ে আমাদের কাছে আসবেন।

এ সময় তিনি বলেন, ‘যখন দেখি তিনি নদী পার হচ্ছেন তখন শান্তি পাই।’ এ বিষয়ে ধর্মগড় সীমান্ত ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি সদস্য জানান, সীমান্তে  সব সময় টহল জোরদার থাকে। তবে এ বিষয়টি জানা নেই। এ রকম ঘটনা থাকলে প্রয়োজনে টহল বাড়ানো হবে। এ ব্যাপারে ধর্মগড় ইউপি চেয়ারম্যান লোকমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ এলাকায় অভাবী মানুষের সংখ্যা অনেক। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ভারত গিয়ে কাজ করছে শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান তিনি।’ এ ব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর আবু বলেন, ‘জীবনের তাগিদে কৃষকরা কাজের আশায় অবৈধভাবে ভারতে যাচ্ছে শুনেছি।’ তিনি বলেন, ‘বর্তমানে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এখন সীমান্ত এলাকায় বিজিবি সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এবং তারা অনেক তৎপর।’

মন্তব্য করুন


 

Link copied